Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5918
১.যে ধ্বনি উচ্চারণে বাধাপ্রাপ্ত হয় না তাকে কী বলে?
-স্বরধ্বনি।
২.স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
-কার।
৩.বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর কতটি?
-৭টি।
৪.ব্যঞ্জনধ্বনির উচ্চারণে আবশ্যিকভাবেই আগমণ ঘটে কোনটির?
-স্বরধ্বনির।
৫.যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কী বলা হয়?
-ঘোষ ধ্বনি।
৬.উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার?
-৫ প্রকার।
৭.রাজপুত, জলধি কোন শ্রেণির শব্দ?
-যোগরূঢ়।
৮.বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু কী?
-পদ।
৯.ইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন প্রভৃতি কোন ভাষার শব্দ?
-ওলন্দাজ।
১০.গঠনগত দিক দিয়ে বাংলা ভাষার শব্দ ভান্ডারকে ভাগ করা হয়েছে কয় ভাগে?
-২ ভাগে।
১১.বাংলাদেশ যেন জয়লাভ করে। কোন ধরনের বাক্য?
-প্রার্থনাসূচক।
১২.যতই পরিশ্রম করবে, ততোই ফল পাবে। কোন ধরনের বাক্য?
-জটিল
১৩.পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন তোমার পড়া উচিত। কোন ধরনের বাক্য?
-সরল।
১৪.মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
-কানা হরিদত্ত
১৫.বাংলা ভাষার বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?
-চন্ডীদাস।
১৬.মালাধর বসু অনূদিত ভাগবতের নাম কী?
-শ্রীকৃষ্ণবিজয়।
১৭.চর্যাপদে পদ রয়েছে কতটি?
-৫১টি।
১৮.চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়?
-নেপালের রাজদরবার থেকে।
১৯.বাংলা সাহিত্যের প্রথম ব্যাঙ্গ উপন্যাস কোনটি?
-কল্পতরু।
২০.দেয়াল কোন প্রেক্ষিতে রচিত উপন্যাস?
-মুক্তিযুদ্ধভিত্তিক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    512 Views
    by sajib
    0 Replies 
    339 Views
    by kajol
    0 Replies 
    763 Views
    by rafique
    0 Replies 
    227 Views
    by tasnima
    0 Replies 
    296 Views
    by tamim

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]