Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5940
প্রশান্ত মহাসাগর
১.অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ
২.কুড়িল দ্বীপপুঞ্জ
৩.জাপান দ্বীপপুঞ্জ
৪.ফিলিপাইন দ্বীপপুঞ্জ
৫.হাওয়াই দ্বীপপুঞ্জ
৬.মারকুইসাস দ্বীপপুঞ্জ
৭.জুয়ান ফার্নান্দেজ দ্বীপপুঞ্জ
৮.ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ
৯.মালয় দ্বীপপুঞ্জ
১০.গুয়াম দ্বীপপুঞ্জ
১১.গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ইত্যাদি

বিশ্বের সাগর
১.মহাসাগরের চেয়ে আয়তনে ছোট পানিরাশিকে কী বলে?
-সাগর
২.আয়তনে বিশ্বের বৃহত্তম সাগর কোনটি?
-দক্ষিণ চীন সাগর
৩.বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর কোনটি?
-ক্যারিবিয়ান সাগর
৪.কোন দুই সাগরের মাঝে কোরিয়া উপদ্বীপ অবস্থিত?
-জাপান সাগর ও পীত সাগর।
৫.লোহিত সাগরের প্রাচীন নাম কি?
-সাইনাস আরবিকাস।
৬.কোন সাগরের তীরে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত?
-ভূমধ্যসাগরের তীরে।
৭.এজিয়ান সাগর কোথায় অবস্থিত?
-গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী স্থানে।
৮.এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন সাগর?
-লোহিত সাগর।
৯.কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?
-পারস্য উপসাগর।
১০.টাইগ্রিস নদী কোথায় পতিত হয়েছে?
-পারস্য উপসাগরে।
১১.কোনটি ভূবেষ্টিত সাগর?
-কাস্পিয়ান সাগর।
১২.কোন অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়?
-সমুদ্র উপকূলবর্তী এলাকায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    84 Views
    by bdchakriDesk
    0 Replies 
    518 Views
    by masum
    0 Replies 
    152 Views
    by shanta
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    191 Views
    by raja

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]