Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5893
১.মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল কোনটি?
-পাটলিপুত্র।
২.ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতবর্ষে বানিজ্য করতে আসে কারা?
-পর্তুগিজরা।
৩.মুজিবনগর সরকারের ডাকটিকেট ডিজাইনার কে?
-বিমান মল্লিক ।
৪.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
-পোল্যান্ড।
৫.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ভাগ রয়েছে কতটি?
-১১টি।
৬.সর্বশেষ সংবিধান সংশোধন হয় কত সালে?
-৮ জুলাই ২০১৮।
৭.বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম যে বিদেশি রাষ্ট্রপ্রধান বক্ততা করেন –
-মার্শাল জোসেফ টিটো।
৮.আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
-নারায়ণগঞ্জ।
৯.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
-তিস্তা সেচ প্রকল্প।
১০.বাংলাদেশের কৃষিক্ষেত্রে ‘দোয়েল’ একটি উন্নত জাতের কী?
-গম।
১১.ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কত সালে?
-৬ ডিসেম্বর ১৯৯৭।
১২.জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোথায়?
-বাগেরহাটে।
১৩.বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কীসে?
-বিদ্যুৎ উৎপাদনে।
১৪.পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়?
-গোয়ালন্দে।
১৫.অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশে সাক্ষরতার হার কত?
-৭১%।
১৬.বর্তমানে দেশে কার্যক্রম চালু রয়েছে এমন সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
-৪৫টি।
১৭.বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
-নায়েম।
১৮.বাংলাদেশে সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে কোথায়?
-চাঁপাইনবাবগঞ্জ।
১৯.বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে কোন মন্ত্রণালয়?
-অর্থ মন্ত্রণালয়।
২০.বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ?
-চীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]