Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#5849
১.কোন আসল ৩ বছরের সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
-৫%
সমাধান:
আসল+৫ বছরের সুদ ৫০০ টাকা
আসল+৩ বছরের সুদ ৪৬০ টাকা
২ বছরের সুদ ৪০ টাকা
৩ বছরের সুদ ৪০x৩/২ টাকা
=৬০ টাকা
সুতরাং r=(৬০x১০০/৪০০x৩) %
=৫%
২.সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
-৭০০ টাকা
সমাধান:
১০০ টাকায় ১ বছরে আয় কমে=৭%-৫%
=২%
সুতরাং ১০০ টাকায় ৫ বছরে আয় কমে= (৫x২) টাকা
=১০ টাকা
এখন,
১০ টাকা আয় কমে যখন মূলধন ১০০ টাকা
১ টাকা আয় কমে যখন মূলধন ১০০/১০ টাকা
৭০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০x৭০/১০ টাকা
=৭০০ টাকা
৩.এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা। ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
-৮১,০০০ টাকা
সমাধান:
প্রতিটি শেয়ারের দাম ১০০ টাকা
তিনি ক্রয় করেছিলেন= ৯০০০০০/১০০ টি শেয়ার
=৯০০০ টি শেয়ার
১ টি শেয়ারে লাভ করেন ৯ টাকা
৯০০০ টি শেয়ারে লাভ করেন ৯x৯০০০ টাকা
=৮১০০০ টাকা
৪.শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে?
-৩০%
সমাধান:
ধরি,
আসল ১০০ টাকা
১০ বছর পর সুদাসলে হবে= (১০০x৪)
=৪০০ টাকা
১০০ টাকায় ১০ বছরের সুদ= (৪০০-১০০) টাকা
=৩০০ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ= ৩০০/১০ টাকা
=৩০ টাকা
অর্থাৎ ৩০%।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    278 Views
    by rafique
    0 Replies 
    1098 Views
    by sajib
    0 Replies 
    771 Views
    by kajol
    0 Replies 
    782 Views
    by tamim
    0 Replies 
    1367 Views
    by rajib

    আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    আটঘর উচ্চ বিদ্যালয়, পোষ্ট: চাঁদপুর, উপজেলা: সালথা[…]

    সর্বশেষ সরকারি বিধি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে[…]

    সরকারি বিধিমোতাবেক (নীতিমালা-২০২১) সোনাময়ী উচ্চ ব[…]