Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5821
১.কে বাংলা সাহিত্যের কল্লোল গোষ্ঠীর লেখক ছিলেন?
-প্রেমেন্দ্র মিত্র।
২.চর্যাপদের পদগুলো মূলত-
-গান
৩.বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
-মিথিলা
৪.বাংলার মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন?
-কাশীরাম দাস
৫.রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী কাব্য প্রকাশিত হয় কত সালে?
-১৯১০ সালে।
৬.কোন কবির উপাধি কবিকণ্ঠহার?
-বিদ্যাপতি।
৭.অপরাজিত উপন্যাসের রচয়িতা কে?
-বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
৮.সুকান্ত ভট্টচার্যের কাব্যগ্রন্থ নয় কোনটি?
-সারা দুপুর।
৯.কান্ডারী হুশিয়ার কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
-সর্বহারা
১০.সারমেয় শব্দের অর্থ কী?
-কুকুর
১১.নিচের কোন বাক্যটি শুদ্ধ?
-আমি সাক্ষ্য দিব না
১২.আমার একাত্তর আত্মজীবনীমূলক গ্রন্থের রচয়িতা কে?
-আনিসুজ্জামান।
১৩.দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
-তাল-তমাল
১৪.নিচের কোনটি অপপ্রয়োগের দোষে দুষ্ট নয়?
-প্রতিযোগী।
১৫.কোনটি বিশেষণ?
-সৎ।
১৬.মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
-মহৎ+ইমন
১৭.কোনটি মৌলিক স্বরধ্বনি?
-ই
১৮.কোন দুটি অঘোষ ধ্বনি?
-চ, ছ
১৯.কবর নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত?
-ভাষা আন্দোলন।
২০.তাজমহল শব্দটি কোন দুটি ভাষার সমন্বয়ে গঠিত?
-আরবি+ফারসি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    930 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]