Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5825
১.সত্যি কথা বললে অনেকেরই ------ লাগে।
-আঁতে ঘা।
২.নিচের কোনটি ভিন্ন?
-৯
৩.১ ঘন্টা ৪০ মিনিট, ৪ ঘন্টার কত অংশ?
-১/৩ অংশ
৪.নিচের কোন বানানটি শুদ্ধ?
-বুদ্ধিজীবী
৫.আয়নায় দেখা গেল, ঘড়িতে ৯:৩০ বাজে । তখন প্রকৃত সময় কত?
-২:৩০
৬.যদি একটি ডিম সিদ্ধ করতে ৫ মিনিট সময় লাগে তাহলে ১০টি ডিম সিদ্ধ করতে মোট কত সময় লাগবে?
-৫ মিনিট
৭.১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত মোট কয়টি অধিবর্ষ রয়েছে?
-২৫টি।
৮.মানুষ ভালোবাসার জন্য সৃষ্টি, স্নেহ বিনিময় ছাড়া সে ---- হতে পারে না।
-সুখী
৯.১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ---- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
-২১
১০.কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে --- ঘুরবে।
-জোরে।
১১.১ হতে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
-১০টি।
১২.√১৩.৩৯৫৬=?
-৩.৬৬
১৩.০.৪X০.০২X০.০৮=?
-.০০০৬৪
১৪.বাবুল ১০ মিটার উত্তর দিকে হাটার পর বায়ে ঘুরে ১৫ মিটার হাটলো। ডানে ঘুরে ৫ মিটার হাটলো এবং আবারও ডানে ঘুরে ১৫ মিটার হাটলো। যাত্রা শুরুর স্থান থেকে কত দূর বাবুলের অবস্থান?
-১৫ মিটার।
১৫.তানিয়া প্রথমে ১২ কিমি যায় উত্তরে। পরে ১২ কিমি যায় পশ্চিমে । সেখান থেকে ৬ কিমি যায় দক্ষিণে। যাত্রাস্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?
-১৩.৪২ কিমি
১৬.উচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?
-হাটু কিছুটা ভাজ করতে হয়
১৭.একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে ১০, ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
-২ ঘন্টা।
১৮.আদালত প্রধানত ব্যক্তিগত সমস্যা বা অধিকারের ----।
-সমাধান করে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]