Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলা ভাষা ও সাহিত্য
#5793
১.ড.মুহাম্মদ শহীদুল্লাহর মতে, প্রাচীনতম চর্যাকার কে?
-শবরপা।
২.চর্যাপদের তিব্বতি অনুবাদ কে আবিষ্কার করেন?
-প্রবোধচন্দ্র বাগচী।
৩.কুক্করী পা এর পদ সংখ্যা কতটি?
-৩টি।
৪.কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
-১৭৫৩ সালে।
৫কবিকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন?
-ফজল শাহাবুদ্দিন।
৬.সব পেয়েছির দেশে ভ্রমণকাহিনির লেখক কে?
-বুদ্ধদেব বসু
৭.কত সালে কাজী নজরুল ইসলাম ‘জগত্তারিণী’ স্বর্ণপদক লাভ করেন?
-১৯৪৫ সালে
৮.বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
-সৈয়দ আলী আহসান।
৯.শবপোড়া শব্দটিতে কী দোষ দেখা যায়?
-গুরুচন্ডালী।
১০.আনত সমাসবদ্ধ শব্দ কোন সমাসের উদাহরণ?
-বহুব্রীহি।
১১.যেই তান দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। এটি কোন জাতীয় বাক্য?
-মিশ্র বাক্য
১২.কোন পাচটি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে?
-ট ঠ ড ঢ ণ
১৩.শুদ্ধ বানান কোনটি?
-পাণিনি।
১৪.কলম শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
-আরবি।
১৫.হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী। বাক্যে কিংবা কোন শ্রেনীর অব্যয়?
-সমুচ্চয়ী
১৬.আহব এর সমার্থক শব্দ কোনটি?
-যুদ্ধ
১৭.আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-নিষিদ্ধ
১৮.মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
-মহৎ+ইমন
১৯.মনসামঙ্গল কাব্যের অপর নাম কী?
-পদ্মাপুরাণ।
২০.কালকূট ছদ্মনামে লিখতেন কে?
-সমরেশ বসু।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]