Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5792
১.কোন সবজি চাষে নাইট্রোজেন সারের তেমন দরকার হয় না?
-শিম।
২.টরি-৭ কোন ফসলের জাত?
-সরিষা।
৩.কলায় প্রচুর পরিমাণে কী থাকে?
-ভিটামিন ও খনিজ।
৪.ধানের চারা তৈরির জন্য সাধারণত কয় ধরনের বীজতলা তৈরি করা হয়?
-৪ ধরনের।
৫.আনারসের চারা রোপণের সময় গাছ প্রতি কত গ্রাম করে পচা গোবর দিতে হয়?
-২৯০-৩১০ গ্রাম।
৬.পুকুরের প্রতি শতাংশে উন্নত জাতের হাঁস পালন করা যায় কতটি?
-২টি।
৭.বাংলাদেশে সবজির স্বল্পতা বেশি দেখা যায় কোন মাসে?
-সেপ্টেম্বর মাসে।
৮.বানিজ্যিকভাবে আনারস চাষের জন্য কোন ধরনের চারা ব্যবহৃত হয়?
-বোটার চারা।
৯.প্রধান খাল আবর্তন পদ্ধতি কোন ধরনের সেচ প্রকল্পে কার্যকরী?
-ক্ষুদ্র সেচ প্রকল্প ।
১০.বাংলা জাত শব্দটি বুঝতে ব্যবহার করা হয় কী?
-শ্রেণি বা গোষ্ঠী।
১১.নতুন উদ্ভাবিত জাতের চাষ ও ব্যবহারের মূল্যায়ন যাচাইয়ের জন্য যে পরীক্ষা করা হয় তাকে কী বলে?
-ভিসিইউ পরীক্ষা।
১২.একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক কত গ্রাম সবজি খাওয়া প্রয়োজন?
-১১৫ গ্রাম।
১৩.কোন পদার্থ জমিতে অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানাবদ্ধ ভালো হয়?
-জৈব পদার্থ।
১৪.মাটির জৈব পদার্থ কম হলে ব্যবহার করা হয় কী?
-কম্পোস্ট সার।
১৫.মাটির গঠন ও প্রকৃতি অনুসারে ৩০টি কৃষি অঞ্চলকে ভাগ করা হয় কয় ভাগে?
-৫ ভাগে।
১৬.কোন ফসল চাষে মাটির জো দেখে জমিতে লাঙল চালনা করা হয়?
-গম।
১৭.মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে কী বলে?
-ভূমিক্ষয়।
১৮.কোন ধরনের ভূমিক্ষয়ের কারণে কৃষক জমি হারিয়ে নিঃস্ব হয়?
-নদী কলের ভূমিক্ষয়।
১৯.গো-খাদ্য হিসেবে কনো ধরনের অ্যালজি ব্যবহার করা হয়?
-ক্লোরেলা।
২০.বাংলাদেশের পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের উচু ভূমির পরিমাণ কত?
-৯০%।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    531 Views
    by bdchakriDesk
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]