Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5702
১.মানুষের প্রত্যাহিক জীবনের সকল অর্থনৈতিক কার্যক্রম কোনটির ওপর নির্ভরশীল?
-উৎপাদন।
২.বিন্যাস পরিকল্পনায় সর্বপ্রথম কোন বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হয়?
-শ্রমিক নিরাপত্তার বিষয়।
৩.উৎপাদন মানুষের জীবন যাত্রার কোন পরিবর্তন সাধন করে?
-বৃদ্ধি।
৪.মানুষেন বৈচিত্রময় অভাব পূরণ করা যায় –
-নতুন নতুন পণ্য উদ্ভাবন করে।
৫.পণ্যের নতুন উপযোগ সৃষ্টির লক্ষ্যে যেসব প্রাকৃতিক সম্পদ শিল্প কারখানায় ব্যবহার করা হয় সেগুলোকে কী বলে?
-কাঁচামাল।
৬.প্রতি টন পণ্যের উৎপাদন ও বিক্রয় যথাযথভাবে মনিটরিং করতে বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য উপযোগী সংগঠন কাঠামো কী?
-মেট্রিক্স ।
৭.বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান কতটি?
-চারটি।
৮.অর্থের বিনিময়ে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বলা হয় কী?
-বিজ্ঞান।
৯.পণ্য পাওয়ার ইচ্ছা, সামর্থ্য ও অর্থ ব্যয়ের কর্তৃত্বকে কী বলে?
-চাহিদা।
১০.বাজারে প্রবেশের জন্য এক বা একাধিক মার্কেট সেগমেন্টস নির্বাচন করার প্রক্রিয়াকে কী বলা হয়?
-মার্কেট টার্গেটিং।
১১.বিক্রয় প্রসারের মূল উদ্দেশ্য হচ্ছে কী?
-তাৎক্ষণিক বিক্রয়।
১২.বাংলাদেশের বিমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
-অর্থ মন্ত্রণালয়।
১৩.ব্যাংক চাওয়ামাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করা হলে তাকে কী বলে?
-চাহিবামাত্র প্রদেয় ঋণ।
১৪.মেয়াদ পূর্তির পূর্বে প্রাপ্য বিল বা বিনিময় বিলের টাকা সংগ্রহ করা যায় কীভাবে?
-ব্যাংকে বাট্টা করে।
১৫.আধুনিক অগ্নি-বিমার জনক কে?
-নিকোলাস বারবন।
১৬.কোন প্রতিষ্ঠান বাজারে ট্রেজারি বিল ছাড়ে?
-সেন্ট্রাল ব্যাংক।
১৭.বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে কীসের মাধ্যমে?
-বিল বাট্টাকরণের মাধ্যমে।
১৮.ঋণদাতা কর্তৃক ধার্যকৃত সুদের হারকে কী বলা হয়?
-নামিক সুদের হার।
১৯.ব্যবসায় প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি অর্থ সংস্থাপনের উৎস কী?
-ট্রেড ক্রেডিট।
২০.মূলধন বাজেটিংয়ের প্রবীণ পদ্ধতি কী?
-পরিশোধকাল পদ্ধতি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]