Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5670
১.কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কী বলে?
-বায়ুর পরম আর্দ্রতা।
২.ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের তিনগুন?
-৮০ ডিগ্রী।
৩.বস্তুর তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কতগুণ বৃদ্ধি হবে?
-১৬।
৪.নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয়?
-টিন ও সীসা।
৫.কুরী বিন্দু হলো এমন এক তাপমাত্রা যে তাপমাত্রায় চৌম্বুকের চম্বুকত্ব কী হয়?
-বিলুপ্ত হয়।
৬.সর্বপ্রথম আলোর তরঙ্গতত্ত্ব প্রবর্তন করেন কে?
-হাইগেনস।
৭.যেটার উপস্থিতির চৎজন্য টিউবলাইটের আলো নীল হয়?
-হিলিয়াম।
৮.পরমাণুর নিউক্লিয়াসে কোন কণা যোগ করা হলে পরমাণুটির ধর্মাবলী অপরিবর্তিত থাকে তার নাম কী?
-নিউট্রন।
৯.পর্যায় সারণীতে ইলেক্ট্রোনেগেটিভিটি বাড়তে থাকে –
-বাম থেকে ডানে।
১০.রাসায়নিক বন্ধন প্রধানত কত প্রকার?
-তিন প্রকার।
১১.একটি মৌলের পরিচিতি নির্ধারিত হয় কী দ্বারা?
-প্রোটিন দ্বারা।
১২.কেনো স্থানের আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কোন মন্ডল?
-ট্রপোমন্ডল।
১৩.যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্র মেনে চলে তাকে কী বলে?
-আদর্শ গ্যাস।
১৪.ভাইরাস গঠিত হয় কী দিয়ে?
-প্রোটিন ও নিউক্লিক এসিড দিয়ে ।
১৫.প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম কী?
-রাইবোজোম।
১৬.লেন্টিসেল ব্যবহৃত হয় কীসের জন্য?
-গ্যাসীয় বিনিময়ের জন্য।
১৭.যে সকল পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় তাদেরকে কী বলে?
-হাইড্রোফিলিক।
১৮.চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা কোনটি?
-হেপাটিক পোর্টাল শিরা।
১৯.কনড্রো-মিউকয়েড এক ধরনের কী?
-প্রোটিন।
২০.ঘাসফড়িংয়ের ডিম্বাণু কোন ধরনের?
-সেন্ট্রোলেসিথাল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]