Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5631
বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক
১.প্রকাশক কোন প্রতিষ্ঠান?
-জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
২.অন্তর্ভুক্ত দেশ কতটি?
-১০৭টি।
২.বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ দেশ কোনটি?
-নাইজার, ৭৪.৮%।
৩.জাতীয় দারিদ্র্যে শীর্ষ দেশ কোনটি?
-দক্ষিণ সুদান, ৮২.৩%।
৪.দৈনিক ১.৯০ মার্কিন ডলারের নিচে আয় সর্বাধিক কোন দেশে?
-মাদাগাস্কার।

ডাক উন্নয়ন প্রতিবেদন
১.প্রকাশক কোন প্রতিষ্ঠান?
-ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন।
২.অন্তর্ভুক্ত দেশ কতটি?
-১৭০টি।
৩.শীর্ষ দেশ কোনটি?
-সুইজারল্যান্ড।
৪.সর্বনিম্ন দেশ কোনটি?
-মালি।
৫.সার্কভুক্ত দেশের অবস্থান –
-৪১.ভারত ৬৭.পাকিস্তান, ৮৬.শ্রীলংকা ৯২.মালদ্বীপ ১২৮.বাংলাদেশ, ১৩৮.নেপাল ১৩৫.আফগানিস্তান ও ১৫২.ভুটান।

বৈশ্বিক দারিদ্র্য পরিস্থিতি
১.প্রকাশক কোন প্রতিষ্ঠান?
-বিশ্বব্যাংক।
২.হতদরিদ্র্য মানুষের সংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
-ভারত।
৩.হতদরিদ্র মানুষের সংখ্যায় বাংলাদেশের অবস্থান কত?
-ষষ্ঠ।
৪.দৈনিক কত মার্কিন ডলার আয় হলে বিশ্বব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিকে দারিদ্র্যসীমার নিচে বা হতদরিদ্র বলে?
-১.৯০ মার্কিন ডালার।

ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচক
১.প্রকাশক কোন প্রতিষ্ঠান?
-জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ।
২.জাতিসংঘের ডেভেলপমেন্ট সূচকে অন্তর্ভুক্ত দেশ কতটি?
-জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩ টি দেশ।
৩.ই-গভর্নমেন্ট ডেভেপমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি?
-ডেনমার্ক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    486 Views
    by masum

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]