Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5666
১.আফ্রিকার মরুভূমি বলা হয় কোনটিকে?
-লাইবেরিয়াকে।
২.জাপান ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে কোনটি?
-কোরিয়া প্রণালি।
৩.বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য কতটি?
-৫টি।
৪.সার্বিক দূর্যোগ ব্যবস্থাপনা বিভক্ত কতটি স্তরে?
-৩টি।
৫.বাংলাদেশে কালবৈশাখি ঝড় হয় কখন?
-প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে।
৬.বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী কোন ধরনের বন্যা কবলিত?
-জলোচ্ছাসজনিত।
৭.লোহিত সাগরের প্রাচীন নাম কী?
-সাইনাস অ্যারাবিকাস।
৮.বাংলাদেশে সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
-বুলবুল।
৯.বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
-ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।
১০.পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়?
-আকস্মিক বন্যা।
১১.বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত?
-২০৩ সেমি।
১২.মেরু অঞ্চলের বরফ কোন কারণে গলে যাচ্ছে?
-বৈশ্বিক উষ্ণতা।
১৩.সাধারণত ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে ভূকম্পন সৃষ্টি হতে পারে –
-৫-১১২৫ কিমি পর্যন্ত।
১৪.চীন সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে কী বলা হয়?
-টাইফুন।
১৫.চিরহরিৎ বৃক্ষের বন গড়ে ওঠে কোথায়?
-নিরক্ষীয় অঞ্চলে।
১৬.বাংলাদেশকে কতভাগে ভাগ করা হয়েছে?
-৩টি।
১৭.নদী বন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত কতটি?
-৪টি।
১৮.সুনামি শব্দের অর্থ কী?
-বন্দরের ঢেউ।
১৯.সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু করা হয় কত সালে?
-২০০৪ সালে।
২০.সমুদ্রবন্দরের জন্য ঘূর্ণিঝড়েরের সতর্কতা ও হুশিয়ারি সংকেত কতটি?
-৪টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1051 Views
    by bdchakriDesk
    0 Replies 
    974 Views
    by tamim
    0 Replies 
    801 Views
    by raja
    0 Replies 
    714 Views
    by mousumi
    0 Replies 
    1092 Views
    by kajol

    সরকারী বিধিমোতাবেক হাজী আব্দুল আওয়াল কলেজ, কামরা[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিধি মোতাবেক উপজে[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ০১.পদের নাম[…]

    ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধি মোতাবেক শ[…]