Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5562
১.পূনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
-মহানন্দা।
২.বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
-বিশ্বব্যাংক।
৩.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
-৭ই মার্চ ১৯৭৩।
৪.বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কত সালে প্রতিষ্ঠিত হয়?
-২৬ জানুয়ারি ২০১১।
৫.সরকারি হিসাব অনুযায়ী ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে প্রাইভেট জীবন বীমা কোম্পানির সংখ্যা কয়টি?
-৩০টি।
৬.১৬ই ফেব্রুয়ারি ২০১৮ তারিখে বাংলাদেশ কোন দেশের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কোন দেশ?
-কসোভো।
৭.২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট হয়?
-৪৮ তম।
৮.বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কত ভাগ বাংলাদেশের অংশ?
-৬০%
৯.কত সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৩ সালে।
১০.ওয়ানগালা বাংলাদেশের কোন উপজাতীয় ঐতিহ্যবাহী উৎসব?
-গারো।
১১.আইএমএফ প্রতিষ্ঠিত হয় কোন কনফারেন্সের মাধ্যমে?
-ব্রেটনউড কনফারেন্স।
১২.সিরিয়ার কোন অঞ্চলে রাশিয়ার নৌঘাটি অবস্থিত?
-লাটাকিয়া।
১৩.২০১৯ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হয়?
-ইংল্যান্ড।
১৪.দক্ষিণ গোলার্দে বছরের দীর্ঘতম দিন কোনটি?
-২২ শে ডিসেম্বর।
১৫.কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
-সালফার।
১৬.এনজিওপ্লাস্টি হচ্ছে কী?
-হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।
১৭.আলোকবর্ষ কী পরিমাপ করে?
-দূরত্ব
১৮.মানবদেহের রক্তের গ্রুপিংয়ের জন্য দায়ী কোনটি?
-এন্টিজেন।
১৯.জয়স্টিক কী?
-ইনপুট ডিভাইস।
২০.সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
-মোনাকো।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    108 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]