Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5501
১.২০২০ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
-১১ জন।
২.ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
-প্যারিস।
৩.মুক্তিযুদ্ধভিত্তিক সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্যের নাম কী?
-বীর, ঢাকা
৪.বাংলাদেশ সর্বপ্রথম কোন ক্রিকেট দলকে টেস্ট ও ওয়ানডে উভয় সিরিজে হোয়াইট ওয়াশ করে?
-ওয়েস্ট ইন্ডিজ।
৫.বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় কবে?
-৮ মার্চ ২০২০।
৬.নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়?
-ক্যাথোড ।
৭.কম্পিউটারের হার্ডওয়্যারে কতটি অংশ থাকে?
-৩টি ।
৮.বিশ্বগ্রাম ধারণার জনক কে?
-মার্শাল ম্যাকলুহান।
৯.তপোবন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-তপঃ+বন।
১০.দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কখন?
-১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে।
১১.মিয়ানমারের মুদ্রার নাম কী?
-৬০ ডিগ্রী
১২.অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
-৪ বছর
১৩.রক্তশূণ্যতা দেখা দেয় কোনটির অভাবে?
-আয়রন।
১৪.ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখে পলিত হয়?
-১২ ডিসেম্বর।
১৫.সরকার ঘোষিত দেশের প্রথম মৎস অভয়াশ্রম কোথায় অবস্থিত?
-হাইল হাওড়
১৬.প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হয় কবে?
-৪ নভেম্বর ২০২০
১৭.বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক বলাকার নকশা কে করেন?
-মুর্তজা বশীর।
১৮.আলু বীজ শোধন করতে কোন এসিড ব্যবহার করা হয়?
-বরিক এসিড।
১৯.প্ল্যাংকটনের উপস্থিতির জন্য পানির রং হয় কেমন?
-বাদামি সবুজ্।
২০.উদ্ভিদ জগতে লাল শাক হলো –
-চাষে ব্যবহৃত জাত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    358 Views
    by sajib
    0 Replies 
    205 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]