Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#5499
১.কোন তরঙ্গ সবচেয়ে দ্রুত আগ্রসর হয়?
-সূর্য হতে আগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
২.বাংলাদেশের বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হলো –
-২২০ ভোল্ট এসি।
৩.প্রডিউসার গ্যাসে কী কী থাকে?
-নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড।
৪.যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে তাকে কী বলে?
-ভেক্টর।
৫.উচ্চ রক্তচাপ হতে পারে কোনটির জন্য?
-শব্দদূষণ।
৬.জীবন থেকে জীবরে উৎপত্তি হয় এ সম্পর্কে আলোকপাত করেন কে?
-লুই প্রাস্তুর।
৭.নিউট্রিনো কণা আধান নিরপেক্ষ এর প্রথম প্রস্তাবক কে?
-উলফ্যাঙ পাউলি, ভিয়েনা।
৮.স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে কী বলে?
-নিউরন।
৯.উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র কোনটি?
-ক্রেসকোগ্রাফ।
১০.ডিমে কোন ভিটামিন নেই?
-ভিটামিন-সি
১১.খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কোনটি?
-কার্বন ডাই-অক্সাইড।
১২.ট্রানজিস্টর প্রথম কে তৈরি করেন?
-জে. বার্ডিন ও ডব্লিউ এইচ ব্রাটেইন।
১৩.জৈব বিবর্তনের জনক বলা হয় কাকে?
-চার্লস ডারউনকে।
১৪.ছত্রাকের সঞ্চিত খাদ্য কোনটি?
-গ্লাইকোজেন।
১৫.পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহ কোনটি?
-শনি।
১৬.পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?
-শুক্র।
১৭.পৃথিবীর গভীরতম স্থান কোনটি?
-মারিয়ানা ট্রেঞ্চ।
১৮.কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
-নিউক্লিয়াস।
১৯.বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ কী হয়?
-বেড়ে যায়।
২০.সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় জারিত ও বিজারিত হয় কোনটি?
-যথাক্রমে পানি ও কার্বনডাই অক্সাইড।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]