Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#5487
১.চেক ও অর্থের মধ্যে পার্থক্য কী?
-চেক ও অর্থের মধ্যে পার্থক্য হলো –
-১.চেক বিহিত মুদ্রা নয়। সুতরাং এটি গ্রহণ করতে কাউকেও বাধ্য করা যায় না। কিন্তু অর্থ বিহিত মুদ্রা। এটি গ্রহণ করতে সকলেই আইনত বাধ্য।
২.অর্থ বহুবার হস্তান্তর করা যায়, কিন্তু চেক একবার হস্তান্তরিত হয়।
৩.চেকের ব্যবহার বিশ্বাসের ওপর নির্ভর করে কিন্তু টাকার বেলায় বিশ্বাস-অবিশ্বসের কোনো প্রশ্ন নেই।
২.চ্যান্সেলর অব এক্সচেকার অর্থ কী?
-ব্রিটেনের অর্থমন্ত্রীকে চ্যান্সেলর অব এক্সচেকার বলা হয়।
৩.ফরেন এক্সচেঞ্জ কী?
-এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় হারকে বৈদেশিক বিনিময় বলে।
৪.আয় বিবরণী কী?
-কোনো নির্দিষ্ট বছরের আয়-ব্যয় লাভ-ক্ষতির বিবরণকে আয় বিবরণী বলে।
৫.আয় অঙ্গীকার কী?
-কোনো নির্দিষ্ট সময় সীমা অনুযায়ী সাক্ষরিত চুক্তি পত্র।
৬.আয়কর কত প্রকার?
-আয়কর সাধারণত দুই প্রকার। যথা –
১.ব্যক্তিগত আয়কর
২.প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক আয়কর
৭.আয় এবং আয়করের সম্পর্ক কী?
-সম্পত্তি বা শ্রম, দক্ষতা বিনিয়োগ রূপান্তর এবং হস্তান্তরের ফলে যে প্রত্যাশিত অর্জন অর্জিত হয় তাই আয়। অন্যদিকে নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত আয়ের ওপর সরকার কর্তৃক নির্ধারিত হারে যে অর্থ পরিশোধ করতে হয় তাকে আয়কর বলে।
৮.Crossed Cheque কী?
-যে চেকের ওপর বাম কোনার দিকে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টানা হয়ে থাকে সে চেককে Crossed Cheque বলে।
৯.ডিমান্ড বলতে কী বোঝায়?
-বিভিন্ন দামে যে পরিমাণ দ্রব্য লোক নির্দিষ্ট সময়ে ক্রয় করতে প্রস্তুত থাকে তাকেই অর্থনীতিতে ডিমান্ড বা চাহিদা বলে।
১০.হট মানি কী?
-যে মুদ্রার বিনিময় মূল্য হ্রাস পাওয়ার ভয়ে জনসাধারণকে বাজারে ছেড়ে দেয়ার জন্য ব্যস্ত থাকতে হয় তাকে হট মানি বলে।
১১.ব্যালেন্স সিট কি?
-কোনো কোম্পানির দেনা-পাওনা জমা খরচ ইত্যাদির লিখিত বিবরণ ।
১২.অর্থ বিল বলতে কোন বিলগুলোকে বোঝায়?
-অর্থ তহবিল বলতে বোঝায় –
১.কোনো কর আরোপ, নিয়ন্ত্রন, রদবদল, মওকুফ বা রহিতকরণ ।
২.সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ অনুরূপ তহবিলে অর্থ প্রদান বা অনুরূপ তহবিল থেকে অর্থ দান করা নির্দিষ্ট করন।
৩.সরকার কর্তৃক ঋণগ্রহণ বা কোনো গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায়-দায়িত্ব।
৪.সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ খরচ বা দান কিংবা সরকারের হিসাব নিরীক্ষা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    123 Views
    by bdchakriDesk
    0 Replies 
    589 Views
    by sajib
    0 Replies 
    394 Views
    by kajol
    0 Replies 
    356 Views
    by tamim
    0 Replies 
    292 Views
    by raja

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]