Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5370
১.ন্যাটো এর সদস্য দেশ কতটি?
-৩০টি।
২.২৭ মার্চ ২০২০ কোন দেশ ন্যাটো এর ৩০ তম সদস্যপদ লাভ করে?
-উত্তর মেসিডোনিয়া।
৩.বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি?
-১৮২ টি।
৩.২৪ মার্চ ২০২০ কোন দেশ মিগা এর ১৮২ তম সদস্যপদ লাভ করে?
-সোমালিয়া।
৪.পুজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ কতটি?
-১৫৫টি।
৫.আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি?
-১৭২টি।
৬.১৭ সেপ্টেম্বর ২০২০ কোন দেশ IAEA এর ১৭২ তম সদস্য দেশ কোনটি?
-কমোরোস।
৭.আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর বর্তমান সদস্য দেশ কতটি?
-১৯০টি।
৮.১৬ অক্টোবর ২০২০ কোন দেশ আইএমএফ এর ১৯০ তম সদস্যপদ লাভ করে?
-অ্যান্ডোরা।
৯.১৫ তম জি-২০ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
-২১-২২ নভেম্বর ২০২০।
১০.২০২১ সালে ২৬ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
-কিগালি, রুয়ান্ডা।
১১.১২ তম ব্রিকস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
-১৭ নভেম্বর ২০২০
১২.২৩ তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
-৬-১০ জুলাই ২০২০ ।
১৩.২০২১ সালে বিমসটেক এর পঞ্চম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
-শ্রীলংকা।
১৪.২০১৯ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
-৮০ তম।
১৫.বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
-সৌদি আরব।
১৬.বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
১৭.বর্তমানে বিশ্বে অস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম?
-২০ তম।
১৮.২০২০ সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কত?
-১২২ তম।
১৯.বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
২০.২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
-আফগানিস্তান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    110 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]