Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5342
বাংলাদেশ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৯
১.ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-ময়মনসিংহ।
২.গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-ঠাকুরগাঁও।
৩.চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-মৌলভিবাজার।
৪.পাট ও মসুর ডাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-ফরিদপুর।
৫.আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-বগুড়া।
৬.আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-রাজশাহী।
৭.তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-ঝিনাইদহ।
৮.আনারস উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-টাঙ্গাইল।
৯.ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-নাটোর।
১০.পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-পাবনা।
১১.গোলাপ ফুল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-যশোর।
১২.তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-কুষ্টিয়া।

বাংলাদেশের রপ্তানি চিত্র: ২০১৯-২০
১.২০১৯-২০ অর্থবছরে রপ্তানি আয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
-রপ্তানি উন্নয়ন ব্যুরো।
২.মোট রপ্তানি আয় কত?
-৩৩,৬৭৪.০৯ মিলিয়ন মার্কিন ডলার।

খাতওয়ারি রপ্তানি (মিলিয়ন মার্কিন ডলার)
খাত -লক্ষ্যমাত্রা – রপ্তানি
তৈরি পোশাক – ৩৮,২০০ – ২৭,৯৪৯.১৯
নীটওয়্যার – ১৮,৮৫০ – ১৩,৯০৮.০০
ওভেন গার্মেন্টস – ১৯,৩৫০ – ১৪,০৪১.১৯
পাট ও পাটজাত পণ্য – ৮২৪ – ৮৮২.৩৫
কৃষিজাত পণ্য – ১,১২০ – ৮৬২.০৬
চামড়া ও চামড়াজাত দ্রব্য – ১,০৯৩ – ৭৯৭.৬
হোম টেক্সটাইল – ৮৯১ – ৭৫৮.৯১
মৎস ও মৎসজাত পন্য – ৫২০ – ৪৫৬.১৫
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    569 Views
    by bdchakriDesk
    0 Replies 
    929 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1100 Views
    by rafique
    0 Replies 
    987 Views
    by bdchakriDesk
    0 Replies 
    976 Views
    by masum

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]