Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5327
১.বিইউ লাউ-২ উদ্ভাবন করেন কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম আমিনুল ইসলাম।
২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের সয়াবিনের নাম কী?
-বিইউ সয়াবিন-২।
৩.বিইউ পেপে ১ জাতটি উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
৪.৮ সেপ্টেম্বর ২০২০ জাতীয় বীজ বোর্ডের ১০৩ তম সভায় ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কতটি উচ্চ ফলনশীল ধানের জাতের অনুমোদন দেয়া হয়?
-৩টি।
৫.বিআরআরআই উদ্ভাবিত বোরো মৌসুমের জন্য নতুন জাত কোনটি?
-ব্রি ধান-৯৭ ও ব্রি-ধান ৯৯।
৬.বিআরআরআই উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কতটি?
-১০৫টি।
৭.বাংলাদেশ পাট গবেষণা উদ্ভাবিত জাতের পাটশাকের নাম কী?
-বিজেআরআই দেশি পাটশাক-২ ও বিজেআরআই দেশি পাটশাক-৩।
৮.ম্যাড়া লাল ও ম্যাড়া সবুজ পাটশাক উদ্ভাবন করেন কোন বিজ্ঞানী?
-মো. জ্যাবলুল তারেক।
৯.রসুনের বিকল্প ফসল বিডি নিরা এর উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয়?
-শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
১০.বিডি নিরা উদ্ভাবন করেন কোন বিজ্ঞানী?
-ড. এ এফ এম জামাল উদ্দীন।
১১.বিএফআরআই এ পর্যন্ত কতটি বিলুপ্ত প্রায় পোনা উৎপাদন ও চাষাবাদ প্রযুক্তির উদ্ভাবন করে?
-২৩টি।
১২.২০২০ সালে সাধারণ পেয়াজের চেয়ে তিনগুন বেশি ফলন দেয় এমন পেয়াজ উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান?
-মাগুরা আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র ।
১৩.মাগুরা আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র উদ্ভাবিত নতুন জাতের পেয়াজের নাম কী?
-বারি-৫।
১৪.২০২০ সালে কাচা পেয়াজের গুড়া তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন কে?
-ড. মাসুদ আলম ।
১৫.সুখ সাগর কোন ফসলের জাত?
-পেয়াজ।
১৬.ভ্রুণ স্থাপনের মাধ্যমে একটি গাভির গর্ভ থেকে জোড়া বাছুর উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান?
-বাংলাদেশ প্রাণিসম্পত গবেষণা ইনস্টিটিউট।
১৭.২০২০ সালে কোন প্রতিষ্ঠান অধিক মাংস ও ডিম উৎপাদনকারী নতুন প্রজাতির হাস উদ্ভাবন করে?
-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
১৮.উদ্ভাবিত নতুন জাতের হাসের নাম কী?
-বিএইউ সাদা-কালো।
১৯.দেশি মুরগীর মাংসের স্বাদ ফিরিয়ে আনতে নতুন জাতের মুরগী উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান?
-বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।
২০.পদ্মফুলের প্রজাতি কতটি?
-দুটি।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]