Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5198
১.জনসংখ্যা কত?
-১৬ কোটি ৬৫ লক্ষ বা ১৬৬.৫০ মিলিয়ন।
২.জনসংখ্যা বৃদ্ধির হার কত?
-১.৩৭%।
৩.পুরুষ-মহিলা অনুপাত কত?
-১০০.২: ১০০।
৪.জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত?
-১,১২৫ জন।
৫.স্থুল জন্মহার কত?
-১৮.১ জন।
৬.স্থুল মৃত্যুহার কত?
-৪.৯ জন।
৭.শিশু মৃত্যুহার কত?
-২১ জন।
৮.নারীর উর্বরতা হার কত?
-২.০৪ জন।
৯.গর্ভ নিরোধক ব্যবহারের হার কত?
-৬৩.৪%।
১০.প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
-৭২.৬ বছর। পুরুষ ৭১.১ বছর ও মহিলা ৭৪.২ বছর ।
১১.প্রথম বিবাহের গড় বয়স কত?
-পুরুষ ২৪.২ বছর ও মহিলা ১৮.৫ বছর।
১২.ডাক্তার ও জনসংখ্যার অনুপাত কত?
-১: ১৭২৪ জন।
১৩.সুপেয় পানি গ্রহণকারীর হার কত?
-৯৮.১%।
১৪.স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর হার কত?
-৮১.৫%।
১৫.সাক্ষরতার হার কত?
-৭৪.৪%, পুরুষ ৭৬.৫% ও মহিলা ৭২.৩%।
১৬.দারিদ্র্যের হার কত?
-২০.৫%।
১৭.চরম দারিদ্যের হার কত?
-১০.৫%।
১৮.চলতি মূল্যে জিডিপি কত?
-২৭,৯৬,৩৭৮ কোটি টাকা।
১৯.স্থির মূল্যে জিডিপি কত?
-১১,৬৩,৭৪০ কোটি টাকা।
২০.মোট সড়ক কত?
-২২,০৯৬ কিমি।
২১.জাতীয় মহাসড়ক কত?
-৩,৯০৬ কিমি।
২২.রেলপথের দৈর্ঘ্য কত?
-২,৯৫৬ কিমি।
২৩.মোট তফসিলি ব্যাংক কতটি?
-৬০টি।
২৪.রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি?
-৬টি।
২৫.বিশেষায়িত ব্যাংক কতটি?
-৩টি।
২৬.২০১৯-২০ অর্থবছরে মূল্যস্ফীতি কত?
-৫.৬৫%।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    84 Views
    by bdchakriDesk
    0 Replies 
    438 Views
    by sajib
    0 Replies 
    866 Views
    by rajib
    0 Replies 
    225 Views
    by shohag
    0 Replies 
    217 Views
    by tamim

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]