Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5149
১৯০৯ সালের মর্লি-মিন্টোর সংস্কার আইন
১.মর্লি-মিন্টো সংস্কার আইন বাস্তবায়িত হয়েছিল কবে?
-১৯০৯ সালে ।
২.১৯০৯ সালে ভারতের বড় লাট কে ছিলেন?
-লর্ড মিন্টো।
৩.১৯০৯ সালের ভারত সংস্কার আইন কী নামে পরিচিত ছিল?
-মর্লি-মিন্টো সংস্কার আইন।
৪.মর্লি-মিন্টো সংস্কার আইন গঠন করা হয় কত সালে?
-১৯০৯ সালে।
৫.মর্লি-মিন্টো সংস্কার আইনে কেন্দ্রীয় আইন-সভাং সদস্য সংখ্যা ১৬ থেকে কত জনে বৃদ্ধি করা হয়?
-৬০ জনে।

লক্ষ্ণৌচুক্তি
১.লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৯১৬ সালে।
২.লক্ষ্ণৌ চুক্তি কোন শহরে সম্পাদিত হয়?
-লক্ষ্ণৌতে।
৩.লক্ষ্ণৌ চুক্তিতে কেন্দ্রীয় আইন পরিষদের মুসলমানদের আসন সংখ্যা কত রাখার প্রস্তাব করা হয়?
-এক-তৃতীয়াংশ।
৪.লক্ষ্ণৌ কোথায় অবস্থিত?
-উত্তর প্রদেশ, ভারত।

১৯১৯ সালের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন
১.১৯১৯ সালের ভারত শাসন আইন আর কী নামে পরিচিত?
-মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন।
২.মন্টেগু -চেমসফোর্ড রিপোর্ট প্রণীত হয় কত সালে?
-১৯১৮ সালে।
৩. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের ধারা কয়টি?
-১১টি।
৪.বড় লাটের কার্য-নির্বাহী পরিষদে একজন ভারতীয় প্রতিনিধি গ্রহণ করার ব্যবস্থা করা হয় কোন আইনে?
-মর্লি-মিন্টো সংস্কার আইনে।
৫. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনকে কী বলা হয়?
-১৯১৯ সালের ভারত শাসন আইন।
৬.কোন আইনের দ্বারা ভারতে দায়িত্বশীল সরকার ব্যবস্থার সূচনা করা হয়?
-১৯১৯ সালের ভারত শাসন আইন।
৭.প্রাদেশিক আইনসভার কতভাগ সদস্য মনোনয়ন করার ব্যবস্থা রাখা হয়?
-৩০%।
৮.প্রদেশের আইন সভায় সর্বোচ্চ কতজন সদস্য রাখার শর্ত থাকে?
-১২৫ জন।
৯.হোমরুল লীগ গঠন করেন কোন নেত্রী?
-অ্যানি বেসান্ত।
১০.অ্যানি বেসান্ত কোন দলের মাধ্যমে স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেন?
-হোমরুল লীগ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    898 Views
    by bdchakriDesk
    0 Replies 
    242 Views
    by bdchakriDesk
    0 Replies 
    340 Views
    by raihan
    0 Replies 
    895 Views
    by tamim
    0 Replies 
    746 Views
    by raja

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]