Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5073
১.বঙ্গভঙ্গের মাধ্যমে কতটি প্রদেশ সৃষ্টি করা হয়?
-২টি।
২.নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হয় কোন স্থানকে?
-ঢাকা।
৩.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আয়তন কত ছিল?
-১,০৬,৫৪০ বর্গমাইল।
৪.পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী করা হয় কোন স্থানকে?
-কলকাতা।
৫.বঙ্গভঙ্গের সময় বিহার ও উড়িষ্যা কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল?
-পশ্চিমবঙ্গ।
৬.বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গানটি রচনা করেন?
-আমার সোনার বাংলা।
৭.বাংলাদেশের কোন জেলাকে আসামের অন্তর্ভুক্ত করা হয়?
-সিলেট।
৮.কোন তারিখে বঙ্গভঙ্গের প্রতিবাদে হরতাল পালন করা হয়েছিল?
-১৬ অক্টোবর ১৯০৫ সালে।
৯.বঙ্গভঙ্গ রদ করা হয় কখন?
-১২ ডিসেম্বর ১৯০৫।
১০.ব্রিটিশবিরোধী আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল?
-কলকাতা।
১১.কে প্রথম বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের স্বপক্ষে বলে মত প্রকাশ করেন?
-নবাব সলিমুল্লাহ।
১২.বঙ্গভঙ্গকে আশীর্বাদ হিসেবে গণ্য করে কোন সংসদ?
-কলকাতার মুসলিম সাহিত্য সংসদ।
১৩.সিমলা ডেপুটেশনে মুসলমান প্রতিনিধিগণ কার সাথে সাক্ষাৎ করেন?
-লর্ড মিন্টোর সাথে।
১৪.বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন কোন ভাইসরয়?
-লর্ড হার্ডিঞ্জ।
১৫.কোন ভাইসরয় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন?
-ভাইসরয় লড হার্ডিঞ্জ।

বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন
বয়কট ও স্বদেশী আন্দোলন
১.স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল কাদের বিরূদ্ধে?
-ব্রিটিশদের বিরুদ্ধে।
২.বয়কট কী?
-বিদেশী দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্য গ্রহণ।
৩.স্বদেশী আন্দোলন কয়টি পর্যায়ে বিভক্ত ছিল?
-চারটি।
৪.স্বদেশী আন্দোলন কত সালে গড়ে ওঠে?
-১৯০৫ সালে।
৫.স্বদেশ বান্ধব কোন স্থানের সংগঠন?
-বরিশালের।
৬.সাধনা সংগঠন কোন এলাকায় প্রতিষ্ঠিত হয়?
-ময়মনসিংহ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]