Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4965
১.তিন ধরনের আত্মহত্যা কী কী?
-ক.আত্মকেন্দ্রিক আত্মহত্যা
খ. পরার্থমূলক আত্মহত্যা
গ.নৈরাজ্যমূলক আত্মহত্যা
২.আত্মকেন্দ্রীক আত্মহত্যা কখন সংগঠিত হয়?
-যখন ব্যক্তির উপর গোষ্ঠীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে তখন এ ধরনের আত্মহত্যা সংগঠিত হয়।
৩.পরার্থমূলক আত্মহত্যা কখন সংগঠিত হয়?
-যখন ব্যক্তির গোষ্ঠীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে তখন এ ধরনের আত্মহত্যা সংগঠিত হয়।
৪.নৈরাজ্যমূলক আত্মহত্যার জন্য দায়ী কী?
-কোনো দেশের অর্থনৈতিক মন্দা বা সংকটে নৈরাজ্যমূলক হত্যার জন্য দায়ী।
৫.কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থ কোনটি?
-Das Kapital.
৬.কার্ল মার্কস কোন উপাদানকে সমাজ পরিবর্তনের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করেন?
-অর্থনৈতিক উপাদানকে।
৭.কার্ল মার্কস মানব সমাজে কয়টি কাঠামো লক্ষ্য করেছেন?
-দুটি।
৮.কার্ল মার্কস কোন দুটি কাঠামোর কথা বলেছেন?
-মৌল কাঠামো ও উপরিকাঠামো।
৯.আমলাতন্ত্রের প্রবক্তা কে?
-ম্যাক্স ওয়েবার।
১০.ম্যাক্স ওয়েবার সামাজিক স্তরবিন্যাসের কতটি দিকের কথা উল্লেখ করেন?
-তিনটি।
১১.ম্যাক্স ওয়েবার সমাজকে কোন তিনটি স্তরে ভাগ করে?
-শ্রেনী, মর্যাদা ও ক্ষমতা।
১২.আদর্শ কী?
-সংস্কৃতি কর্তৃক কাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠিত আচরণ বিধিই হলো আদর্শ।
১৩.ইবনে খালদুনের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?
-আল মোকদ্দমা ।
১৪.ইবনে খালদুন রাষ্ট্র ও সার্বভৌমত্ব সম্পর্কে কোন গ্রন্থে আলোচনা করেন?
-আল মোকদ্দমা গ্রন্থে।
১৫.ইবনে খালদুনের মতে সমাজের ভিত্তি কী?
-গোষ্ঠী সংহতি।
১৬.আনারিয়ার অর্থ কী?
-গোত্র সংহতি।
১৭.বাংলাদেশ কত বছর শাসনাধীন ছিল?
-১৯০ বছর
১৮.বাংলাদেশ কত বছর পাকিস্তারি শাসনাধীন ছিল?
-২৪ বছর।
১৯.বাংলাদেশের সমাজ ব্যবস্থা কেমন?
-পিতৃতান্ত্রিক।
২০.কত সালে যৌতুকবিরোধী আইন চালু হয়?
-১৯৮০ সালে।
২১.সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে চালু হয়?
-১৮২৯ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    142 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]