Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4940
১.ফুসফুসের বায়ুথলিকে কী বলে?
-অ্যালভিওলাস।
২.মানবদেহের রেচন অঙ্গ কোনটি?
-বৃক্ক।
৩.হরমোন, রক্তচাপ ও শরীরের তাপ নিয়ন্ত্রন করে মস্তিষ্কের কোনটি?
-হাইপোথ্যালামাস।
৪.বৃক্কের গঠনগত ও কার্যকরী একক কে কী বলে?
-নেফ্রন।
৫.সোডিয়াম বাইকার্বনেট ও সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতির জন্য দায়ী কী?
-চোখের জলের স্বাদ নোনতা হয়।
৬.পাকস্থলি থেকে নি:সৃত হাইড্রোক্লোরিক এসিডের পিএইচ কত?
-২-৩ ।
৭.হিস্টামিন দেহে কী সৃষ্টি করে?
-অ্যালার্জি।
৮.প্রোটিনের মূল উপাদান কী?
-নাইট্রোজেন।
৯.কোয়াশিয়রকর রোগটি সাধারণত কোন উপাদানের ঘাটতি হলে হয়?
-আমিষ।
১০.এক গ্রাম শর্করা বিয়োজনে দেহে শক্তি উৎপন্ন হয় কত?
-৪ কিলোক্যালরি।
১১.কোন ভিটামিনের অভাবে শিশুর দাত উঠতে দেরি হয়?
-ভিটামিন ডি।
১২.ত্বকের মসৃণতা বজায় রাখে কোনটি?
-স্নেহ পদার্থ।
১৩.রক্তশূন্যতা স্নায়ুরঞ্জ নষ্ট হওয়া কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণ?
-থায়ামিন।
১৪.শিশুকে অত্যাবশ্যকীয় টিকা প্রদান করতে হয়?
-১ বছরের মধ্যে।
১৫.মুখে খাওয়ার পোলিও টিকা আবিষ্কৃত হয় কত সালে?
-১৯৬২ সালে।
১৬.মায়ের গর্ভধারনের সঠিক সময় কোনটি?
-২০-৩৫ বছরের মধ্যে।
১৭.খাবার স্যালাইন বানানোর পর খাওয়ানো যাবে –
-১২ ঘন্টা পর্যন্ত।
১৮.কৃত্রিম হৃদপিন্ড তৈরির উপাদান কোনটি?
-পলিইউরিমেন।
১৯.এক্সরে ও তেজস্ক্রিয়তা সম্পর্কীয় বিজ্ঞানকে কী বলে?
-রেডিওলোজি।
২০.লৌহের অভাবে কোন রোগ হয়?
-অ্যানিমিয়া।
২১.শিশু দেরিতে হাটে কোন ভিটামিনের অভাবে?
-ভিটামিন ডি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    762 Views
    by bdchakriDesk
    0 Replies 
    121 Views
    by bdchakriDesk
    0 Replies 
    478 Views
    by bdchakriDesk
    0 Replies 
    289 Views
    by shohag
    0 Replies 
    353 Views
    by tamim

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]