Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4938
১.নিউক্লীয় ফিশন বিভাজন একটি কী?
-বিয়োজন প্রক্রিয়া
২.বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ -
- বেড়ে যায়
৩.পরমশূণ্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?
-শূণ্য
৪.পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কারণ কী?
-বায়ুচাপ কম।
৫.সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ কোনটি?
-গামা রশ্মি।
৬.বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কি হিসেবে?
-কিলোওয়াট ঘন্টা হিসেবে।
৭.মানুষের শাব্যতার সীমা কত?
-২০-২০০০০ হার্জ।
৮.যে তাপমাত্রায় একটি চম্বুকের চুম্বুকত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয় তাকে কি বলে?
-কুরি বিন্দু।
৯.বাংলাদেশের তড়িৎ এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল এর তাৎপর্য কত?
-প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়।
১০.তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
-লাউড স্পিকার।
১১.ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল লেখা ফুটে ওঠে কিসের মাধ্যমে?
-সিলিকন চিপের মাধ্যমে।
১২.ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা রশ্মি বিকিরণের উৎস কী?
-আইসোটোপ।
১৩.ড্রাই আইস কী?
-কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড।
১৪.ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
-বিদ্যুৎ।
১৫.মোটর, জেনারেটর ও ট্রান্সফার ইত্যাদিতে কী ধরনের চম্বুক ব্যবহৃত হয়?
-অস্থায়ী চম্বুক।
১৬.উড়োজাহাজের গতি নির্নায়ক যন্ত্র –
-ট্যাকোমিটার।
১৭.কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে?
-গাঙচিল।
১৮.কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় কেন?
-মাটির অম্লতা হ্রাসের জন্য।
১৯.মানবদেহে সাধারণত ক্রমোজোম সংখ্যা কত?
-২৩ জোড়া
২০.অতিরিক্ত খাদ্য থেকে সঞ্চিত সুগার হলো –
-গ্লাইকোজেন।
২১.নারভাস সিস্টেমের ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কী বলে?
-নিউরন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    283 Views
    by shahan
    0 Replies 
    1049 Views
    by sajib
    0 Replies 
    737 Views
    by kajol
    0 Replies 
    751 Views
    by tamim
    0 Replies 
    599 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]