Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4858
১.মানুষের শরীরের কতভাগ পানি?
-প্রায় ৬০ ভাগ।
২.ই.পি.আই প্রকল্পে সাহায্যদানকারী সংস্থা কোনটি?
-ইউনিসেফ।
৩.এমআরআই এর অর্থ কী?
-ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং।
৪.Eclampsia সাধারনত নিচের কোন পরীক্ষা করে বোঝা যায়?
-ব্লড প্লেসার।
৫.সদ্য জন্ম নেওয়া বাচ্চার খিচুনির কারন কী?
-জন্ডিস।
৬.জন্মের এক মিনিটের মধ্যে শিশুকে –
-শ্বাস নিতে সাহায্য করতে হবে।
৭.কোন রোগের জ্বর স্টেপ লেডার ধরনের হয়?
-টাইফয়েড।
৮.ইসিজিতে সঠিক লেড এর পরিমাণ কত?
-১২।
৯.বাংলাদেশে বর্তমানে কতটি বিভাগ আছে?
-৮টি।
১০.সাধারণত একটি শিশু জন্মের পর ওজন দ্বিগুন হয়-
-৫ লিটার।
১১.হাসপাতালের বর্জ্য নিরাপদে নিষ্পত্তিকরণের জন্য উপযুক্ত পদ্ধতি কোনটি?
-পুড়িয়ে ফেলা।
১২.বাংলাদেশে প্রথম কত তারিখে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়?
-৮ই মার্চ, ২০২০ ইং।
১৩.গর্ভাবস্থায় মায়েদের কোন টিকা অত্যাবশ্যকীয়?
-টিটি।
১৪.নিম্নের কোনটি রক্তকে পাতলা করে শরীরে কালেস্টেরলের মাত্রা কমায়?
-ওমেগা ৩ ফ্যাটি এসিড।
১৫.লুপ অব হেনলি মানব শরীরের কোন অঙ্গের অংশ?
-নেফ্রন।
১৬.কোন ভ্যাকসিনটি ইন্ট্রাডারমাল দেওয়া হয়?
-বিসিজি।
১৭.ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে?
-অ্যালবুমিন।
১৮.নবজাতকের কত ওজন হলে জন্মের ওজন কম বলা হয়?
-২.৫ কেজির কম।
১৯.কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
-ভিটামিন সি।
২০.নিচের কোনটি ক্রোমোজোমাল ডিজিজ?
-ডাউন সিনড্রোম।
২১.কোর টেম্পারেচার কোথায় দেখা যায়?
-মলদ্বার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    28 Views
    by khushbu
    0 Replies 
    962 Views
    by bdchakriDesk
    0 Replies 
    323 Views
    by bdchakriDesk
    0 Replies 
    777 Views
    by bdchakriDesk
    0 Replies 
    420 Views
    by shohag

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]