Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4851
১.প্রথম ডাকটিকেট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কী?
-ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
২.আমাদের দশে ডাক বিভাগ কোন আইন দ্বার পরিচালিত হয়?
-১৮৯৮ সালের পোস্ট অফিস আইন দ্বার নিয়ন্ত্রিত হয়।
৩.বাংলাদেশে প্রথম কখন পোস্টাল সার্ভিস চালু হয়?
-১৯৭১ সালের ২০ ডিসেম্বর।
৪.ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কখন ডাক সার্ভিস চালু হয়?
-১৫৪০-৪৫ সালে।
৫.কার আমলে ডাক সার্ভিস চালু হয়?
-শের শাহ এর আমলে।
৬.ব্রিটিশ ভারতে প্রথম ডাকটিকিট কবে চালু হয়?
-১৮৫৪ সালে।
৭.বিশ্বের প্রথম ডাকটিকিটের নাম কী?
-পেনিব্লাক।
৮.বিশ্ব ডাক সংস্থা এর সদর দপ্তর কোথায়?
-সুইজারল্যান্ডের বার্ন শহরে।
৯.বিশ্ব ডাক সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে?
-৯ অক্টোবর ১৮৭৪ সালে।
১০.বাংলাদেশের সাথে কোন দেশের ডাক যোগাযোগ নেই?
-ইসরাইল।
১১.বিশ্ব ডাক দিবস কবে পালিত হয়?
-৯ অক্টোবর।
১২.বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
-রাজশাহীতে।
১৩.বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে কি লেখা থাকে?
-সেবাই আদর্শ।
১৪.বাংলাদেশের ডাক বিভাগের প্রধান কাজ কী?
-চিটিপত্র, পার্সেল, মানি অর্ডার গ্রহণ, প্রেরণ ও বিলিকরণ।
১৫.বাংলাদেশ প্রথম ডাকটিকিট প্রকাশ করে কোন সরকার?
-মুজিবনগর সরকার।
১৬.বাংলাদেশে কত সালে পোস্ট কোড চালু হয়?
-১৯৮৬ সালে।
১৭.মুজিবনগর সরকারের ডাকটিকিটের ডিজাইনার কে?
-বিমান মল্লিক।
১৮.বাংলাদেশের ডাক টিকিটের সদর দপ্তর কোথায়?
-ঢাকায়।
১৯.স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় কবে?
-২১ ফেব্রুয়ারি ১৯৭২।
২০.স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিটের ডিজাইনার কে?
-বিপি চিতনিশ।
২১.প্রথমে কতটি ডাকঘরে ই-পোস্ট সুবিধা পাওয়া যেত?
-১৬টি।
২২.বাংলাদেশে ইন্টেল পোস্ট সার্ভিস চালু হয় কবে?
-১৯৮৮ সালের ১১ ডিসেম্বর।
২৩.বাংলাদেশের সাথে কতটি দেশের ইন্টেল পোস্ট সার্ভিস বিদ্যমান?
-১৯টি।
২৪.বাংলাদেশে কবে ডাক মহাপরিদপ্তর স্থাপন করা হয়?
-১২ ডিসেম্বর ১৯৭২।
২৫.স্বাধীন বাংলাদেশে প্রথম খাম প্রকাশ করা হয় কবে?
-১৯ জুলাই ১০৭২ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    99 Views
    by shahan
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    508 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]