Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4809
১.ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের অধিবাসী ছিলেন?
-কিউবা
২.মাদিবা কোন বিশ্বনেতার ডাক নাম?
-নেলসন ম্যান্ডেলা
৩.সার্পেন্ট অব দি নাইল নামে পরিচিত কে?
-রানী ক্লিওপেট্রা।
৪.যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন -এটি কার উক্তি?
-হিটলার
৫.যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন কে?
-আব্রাহাম লিঙ্কন
৬.আমলাতন্ত্রের প্রবক্তা কে?
-ম্যাক্স ওয়েবার
৭.নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
-আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
৮.ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
-জোকো উইদোদো
৯.মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
-ইতালি
১০.নক্রমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
-ঘানা
১১.সূর্য পৃথিবীর চারিদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এটি কার উক্তি?
-গ্যালিলিও
১২.ডিজ আর্মিং ইরাক গ্রন্থটির রচয়িতা কে?
-হ্যান্স ব্লিক্স
১৩.উইকিলিকস এর প্রতিষ্ঠাতা-
-জুলিয়ান অ্যাসাঞ্জ
১৪.মুয়াম্মার গাদ্দাফি কত বছর পর লিবিয়া শাসন করেন?
-৪২ বছর
১৫.যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন -
-ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
১৬.ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
-সেন্ট হেলেনা দ্বীপে
১৭.হো চি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন?
-ভিয়েতনাম
১৮.মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
-উত্তর মেসিডোনিয়া
১৯.গ্রে উলফ নামে পরিচিত কে?
-কামাল আতাতুর্ক
২০.দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা?
-তিব্বতের
২১.কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
-যুক্তরাজ্য
২২.আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
-জহির শাহ
২৩.ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে?
-থিওডোর হার্জল
২৪.ব্রিটেনের কনিষ্ঠতম রাজা কে ছিলেন?
-ষষ্ঠ হেনরি
২৫.আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
-বিসমার্ক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1134 Views
    by Romana
    0 Replies 
    774 Views
    by rana
    0 Replies 
    1127 Views
    by kajol
    0 Replies 
    1099 Views
    by kajol

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]