Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#4773
১.স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
-নাইট্রিক এসিড
২.রেক্টিফাইড স্পিরিট হলো –
-৯৫.৫% ইথাইল অ্যালকোহল + ৪.৪% পানি
৩.পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ –
-পেট্রোল পানির সাথে মিশে না
৪.টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী?
-মনোসোডিয়াম গ্লটামেট
৫.টুথপেস্টের প্রধান উপাদান –
-সাবান ও পাউডার
৬.অ্যাকোয়া রেজিয়া বলতে বোঝায় –
-কনসেনট্রেটড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রন
৭.সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো –
-সালফিউরিক এসিড
৮.ইউরিয়া সারের কাঁচামাল –
-মিথেন গ্যাস
৯.কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
-লোহাকে চম্বুকে পরিণত করা
১০.কাগজের প্রধান রাসায়নিক উপাদান কী?
-সেলুলোজ
১১.কোন গ্যাস এসিডধর্মী?
-কার্বন ডাইঅক্সাইড
১২.ট্রপল সুপার ফসফেট হলো –
-এক জাতীয় সার
১৩.কোনটি বহুরূপী মৌল?
-কার্বন
১৪.সাবানের রাসায়নিক নাম কী?
-সোডিয়াম স্টিয়ারেট
১৫.নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
-ইউরিয়া
১৬.জীনের রাসায়নিক গঠন উপাদানকে বলা হয় –
-ডিএনএ
১৭.নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের –
-০.৯% জলীয় দ্রবণ
১৮.সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
-দ্রুত জমাট রোধ করার জন্য
১৯.সাবান তৈরির প্রধান কাঁচামাল –
-চর্বি
২০.সেভিং সাবানের উপাদান কোনটি?
-কস্টিক পটাস
২১.ইউরিয়া সারে সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে?
-৪৬%
২২.আমিষ পরিপাক হয়ে কি হয়?
-এমাইনো এসিড
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    399 Views
    by bdchakriDesk
    0 Replies 
    742 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1046 Views
    by rafique
    0 Replies 
    886 Views
    by masum
    0 Replies 
    503 Views
    by shanta

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]