Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4742
১.বাংলা ভাষার শব্দসম্ভারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে?
-৫ ভাগে
২.যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে কোন শব্দ বলা হয়?
-তদ্ভব শব্দ
৩.যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজিভাবে বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত হয়েছে, সেসব শব্দকে কি বলা হয়?
-তৎসম শব্দ
৪.খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ?
-মিশ্র শব্দ
৫.বেটাইম শব্দটি গঠিত হয়েছে –
-ফারসি ও ইংরেজি শব্দে
৬.বাবা কোন ধরনের শব্দ?
-তুর্কি।
৭.যেসব সংস্কৃত শব্দ প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় –
-তদ্ভব শব্দ
৮.পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?
-পর্তুগিজ
৯.টোপর কোন ধরনের শব্দ?
-দেশী শব্দ
১০.হেডমৌলভি শব্দটি গঠিত হয়েছে –
-ইংরেজি ও ফারসি
১১.সিংহলি ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে =
-সিডর
১২.পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ হয়েছে –
-বালতি
১৩.শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় –
-তিন ভাগে
১৪.মৌলিক শব্দ কোনটি?
-গোলাপ
১৫.হাসনাহেনা কোন ভাষার শব্দ?
-জাপানি
১৬.বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে?
-চা, চিনি।
১৭.কোনটি যোগরূঢ় শব্দ?
-রাজপূত
১৮.কোনটি তদ্ভব শব্দ?
-চাঁদ
১৯.কোনগুলো তদ্ভব শব্দ?
-চাঁদ, মাথা, সাপ
২০.পাখি কোন ধরনের শব্দ?
-তদ্ভব
২১.গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
-শবদাহ
২২.জানালা শব্দটি –
-পর্তুগিজ
২৩.হরতাল শব্দটি কোন ভাষার?
-গুজরাটি
২৪.রায় শব্দটি কোন ভাষা থেকে এসেছি?
-আরবি
২৫.রিকশা কোন ভাষার শব্দ?
-জাপানি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    287 Views
    by raihan
    0 Replies 
    1173 Views
    by sajib
    0 Replies 
    811 Views
    by kajol
    0 Replies 
    337 Views
    by tasnima
    0 Replies 
    457 Views
    by mousumi

    ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরি কলেজ, বন্দর, (বর্তম[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীত[…]

    সর্বশেষ সরকারি বিধি মোতাবেক বিশনন্দী হাজী খোকন উচ্[…]

    জনবল কাঠমো ও এমপিও নীতিমালা অনুযায়ী কুমিল্লা জেলা[…]