Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4696
১.বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
-১৯০৭ সালে
২.সনেট কবিতার প্রবর্তক কে?
-মাইকেল মধূসূদন দত্ত
৩.নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম?
-অনিলা দেবী
৪.নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?
-সন্ধি
৫.বেটাইম শব্দটি গঠিত হয়েছে-
-ফারসি ও ইংরেজি শব্দ
৬.বর্নচোরা বাগধারাটির অর্থ হলো -
-কপটচারী
৭.যদি বৃষ্টি হয় তবে বের হবো না-এটি কোন ধরনের বাক্য?
-জটিল
৮.মালী শব্দের স্ত্রী বাচক শব্দ কোনটি?
-মালিনী
৯.আফতার শব্দের সমার্থক কোনটি?
-অর্ক
১০.বচন অর্থ কী?
-সংখ্যার ধারনা
১১.পাখি সব করে রব রাতি পোহাইল পঙক্তিটির রচয়িতা -
-মদনমোহন তর্কালঙ্কার
১২.তুমি এতক্ষণ কী করেছ? এ বাক্যে কী কোন পদ?
-সর্বনাম
১৩.আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস -এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
-অধিকরনে সপ্তমী
১৪.বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
-৩২টি
১৫.নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
-চ
১৬.পত্রের মূল অংশে কোনটি?
-শিরোনাম
১৭.ধাতু কত প্রকার?
-তিন প্রকার
১৮.রেস্তোরা কোন ভাষার শব্দ?
-ফারসি
১৯.সিরাজুম মুনীরা কাব্যের রচয়িতা নাম -
-ফররুখ আহমদ
২০.রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের?
-কৃষ্ণকান্তের উইল
২১.Few and far between means ____.
-seldom
২২.Advice শব্দটি -
-noun
২৩.Which sentence is correct?
-He is a good as I
২৪.Gigantic -এর সমার্থক শব্দ কোনটি?
-Large
২৫.কোন বানানটি শুদ্ধ?
-Missionary
২৬.নিচের কোনটি একবচন?
-Knife
২৭.He is accessible ----all.
-to
২৮.Learn the poem ___ heart.
-by
২৯.Open the window বাক্যটির passive voice হচ্ছে -
-let the window be opened
৩০.নিচের কোনটি Abstract noun এর উদাহরণ?
-Childhood
৩১.The ____ beauty of this land captivates our mind and makes us happy.
-scenic
৩২.The people Who carry a coffin at a funeral are called ____.
-pallbearers
৩৩.Honey is ___ sweet.
-very
৩৪.They travelled to saver ---.
-on foot
৩৫.Now a days many villages are lit ___ electricity.
-With
৩৬.Rahim walk as if he --- lame.
-were
৩৭.The meaning of the word ‘obese’ is ___
-very fat
৩৮.Many islands make up ____
-an archipelago
৩৯.The word daily dally means ___
-waste time
৪০.Everyone should respect the teachers, shouldn’t -----?
-they
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    20 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]