Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4688
১২ তম বিশ্বকাপ ক্রিকেট ২০১৯
১.২০১৯ সালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-ইংল্যান্ড।
২.২০১৯ সালে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?
-কেন উইলিয়ামসন।
৩.২০১৯ সালে ম্যান অব দ্য ফাইনাল হন কে?
-বেন স্টোকস।
৪.১২ তম বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের ফলাফল নির্ধারিত হয় কিভাবে?
-সুপার ওভারে।

আইসিসি বর্ষসেরা ২০১৯
ক্যাটাগরি – বিজয়ী
ক্রিকেটার – বেন স্টোকস (ইংল্যান্ড)
টেস্ট ক্রিকেটার – প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
ওয়ানডে ক্রিকেটার – রোহিত শর্মা (ভারত)
টি-টোয়েন্টি পারফরমার – দীপক চাহার (ভারত)
উদীয়মান ক্রিকেটার – মারনাস ল্যাবুশেন (অস্ট্রেলিয়া)
সহযোগী দেশের ক্রিকেটার – কাইল কোয়েতজার (স্কটল্যান্ড)
স্পিরিট অব ক্রিকেট – বিরাট কোহলি (ভারত)
আম্পায়ার – রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
নারী ক্রিকেটার – অ্যালিস পেরি (অস্ট্রেলিয়া)
নারী ওয়ানডে ক্রিকেটার – অ্যালিস পেরি (অস্ট্রেলিয়া)
নারী টি-টোয়েন্টি ক্রিকেটার – অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)
নারী উদীয়মান ক্রিকেটার – চানিদা সুথিরুয়াং (থাইল্যান্ড)

রিও অলিম্পিক ২০১৬
১.বাংলাদেশি বংশোদ্ভত কোন অ্যাথলেট স্বর্ণপদক লাভ করেন?
-মার্গারিটা মামুন (রাশিয়া)।
২.টানা তিনটি অলিম্পিকে পুরুষদের ১০০, ২০০ এবং ৪x১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক লাভের রেকর্ডধারী কে?
-উসাইন বোল্ট।
৩.অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে সর্বোচ্চ সংখ্যক পদকজয়ী কে?
-মাইকেল ফেলপস।
৪.বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরী করেন কে?
-মুশফিকুর রহিম।
৫.দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেনীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরী করেন কে?
-তামিম ইকবাল।
৬.বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান এবং বিশ্বের প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরী করেন?
-মুশফিকুর রহিম।
৭.বাংলাদেশ ওয়ানডেতে কোন দেশের বিরুদ্ধে ১০০ তম জয় পায়?
-আফগানিস্তান।
৮.সপ্তম নারী এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-বাংলাদেশ।
৯.বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডেতে স্ট্যাটাস লাভ করে কবে?
-২৪ নভেম্বর ২০১১ সালে।
১০.আন্তর্জাতিক নারী টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করেন কোন বাংলাদেশি?
-ফাহিমা খাতুন।

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]