Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4678
১.নজরুল ইসলামের কয়েকটি কাব্যগ্রন্থ্যের নাম কী?
-অগ্নিবীণা, দোলন চাঁপা, ছায়ানট।
২.কত সালে নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লি.ট উপাধি দেয়া হয়?
-১৯৭৪ সালে।
৩.বেলা, অবেলা, কাল বেলা কোন শ্রেনীর রচনা?
-কাব্যগ্রন্থ।
৪.কবর কবিতার রচয়িতা কে?
-জসীমউদ্দীন।
৫.হুইটমেনের কবিতা কোন জাতীয় কবিতা?
-অনুদিত কাব্যগ্রন্থ।
৬.বন্দী শীবির থেকে গ্রন্থটির রচয়িতা কে?
-শামসুর রহমান।
৭.স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্ধের অন্তর্ভূক্ত?
-বন্দি শিবির থেকে।
৮.সোনালি কাবিন গ্রন্থটির রচয়িতা কে?
-আল মাহমুদ।
৯.নীল দর্পন কোন শ্রেনীর রচনা?
-নাটক।
১০.নীলদর্পন নাটক কে রচনা করেছেন?
-দীনবন্ধু মিত্র।
১১.রক্তাক্ত প্রান্তর ও কবর নাটকের রচয়িতা কে?
-মুনীর চৌধুরী।
১২.প্রথম বাংলা সবাক চলচিত্র কোনটি?
-জামাই ষষ্ঠী।
১৩.বাংলা উপন্যাসে বাংলার ওয়াল্টার স্কট কাকে বলা হয়?
-বঙ্কিমচন্দ্রকে।
১৪.বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে?
-মীর মোশাররফ হোসেন।
১৫.ব্রিটিশ সরকারের কারাগারে বন্দিদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ কোন উপন্যাসটি উপহার দেন?
-চার অধ্যায়।
১৬.পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে বাংলা চলচিত্র নির্মাতা কে?
-গৌতম ঘোষ।
১৭.ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত জহির রায়হানের উপন্যাসের নাম কী?
-আরেক ফাল্গুন।’
১৮.বাংলা সাহিত্যের সূচনা কাল কত?
-৬৫০ খ্রি.।
১৯.চর্যাপদ কে আবিষ্কার করেন?
-মহমহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
২০.চর্যাপদ কোন যুগের আদি নিদর্শন?
-প্রাচীন যুগের।
২১.কোন শাসনামলে চর্যাপদ নির্মিত হয়?
-পাল রাজাদের শাসনামলে।
২২.চর্যাপদ কে রচনা করেন?
-বৌদ্ধ মহজিয়াগণ।
২৩.চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
-১৯০৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    523 Views
    by shohag
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1455 Views
    by rajib
    0 Replies 
    884 Views
    by tamim
    0 Replies 
    482 Views
    by tasnima

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]