Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4645
কোপা আমেরিকা কাপ
১.কোপা আমেরিকা কাপ শুরু হয় কবে?
-১৯১৬ সালে।
২.২০১৯ সালে ৪৬ তম কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হয় কোন দেশে?
-ব্রাজিল।

কনকাকাফ গোল্ড কাপ
১.কনকাকাফ গোল্ড কাপের পূর্ব নাম কী?
-কনকাকাফ চ্যাম্পিয়নশিপ।
২.কনকাকাফ গোল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয় কবে?
-১৯৯১ সালে।
৩.২০১৯ সালের কনকাকাফ গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-মেক্সিকো।

এশিয়া কাপ ফুটবল
১.প্রথম এশিয়া কাপ ফুটবলে অনুষ্ঠিত হয় কবে?
-১৯৫৬ সালে।
২.এশিয়ান ফুটবল কনফেডারেশন এর বর্তমান সদস্য কত?
-৪৬।
৩.২০১৯ সালের ১৭ তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-কাতার।

ক্রিকেট
১.ক্রিকেট খেলার জন্ম কোথায়?
-ইংল্যান্ডে।
২.ক্রিকেট খেলা শুরু হয় কবে?
-এয়োদশ শতাব্দীতে।
৩.পিচ কী?
-ক্রিকেট খেলার মাঠের মাঝখানে ২২ গজ লম্বা ও ৮ ফুট ৮ ইঞ্চি চওড়া স্থান।
৪.কবে সর্বপ্রথম ইলেকট্রনিক স্কোরবোর্ড প্রবর্তন করা হয়?
-১৯৩৮ সালে।
৫.ক্রিকেট খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে?
-১১ জন।
৬.কবে থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়?
-১৯৭৫ সাল থেকে।
৭.হোয়াইট ওয়াস শব্দটি কোন খেলার সাথে জড়িত?
-ক্রিকেট।
৮.ক্রিকেটে ব্যাটসম্যান কতটি উপায়ে আউট হতে পারে?
-৯টি।
৯.অ্যাশেস কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?
-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]