Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#4600
১.ব্রয়লার মুরগী কত দিনে পূর্ণ ওজন প্রাপ্ত হয়?
-৭-৮ সপ্তাহে।
২.ব্রুডার ঘর কী?
-যে ঘরে ব্রুডার রাখা হয় তাকে ব্রুডার ঘর বলে।
৩.ব্রুডার কী?
-যে ক্ষুদ্র ঘর বা স্থানে মুরগির বাচ্চা রাখা হয়, তাকে ব্রুডার বলে।
৪.রানীক্ষেত রোগ কোনটির কারণে হয়?
-ভাইরাসের আক্রমণে রানীক্ষেত রোগ হয়।
৫.মুরগীর বসন্ত রোগের কারণ কী?
-ফাউল পক্স নামক ভাইরাসের আক্রমণে মুরগির বসন্ত রোগ হয়।
৬.মুরগীর রক্ত আমাশয় রোগের কারণ কী?
-ককসিডিয়া নামক পরজীবীর কারণে মুরগির রক্ত আমাশয় রোগ হয়।
৭.ছাগলের শরীরের ব্রাশ করে কোন রোগ প্রতিরোধ করা হয়?
-উকুন জাতীয় পরজীবীর আক্রমণ রোধ করা যায়।
৮.পূর্ণ বয়স্ক মুরগী দৈনিক কি পরিমাণ খাদ্য গ্রহণ করে?
-১১০-১২০ গ্রাম।
৯.বিদেশি কোন জাতের হাঁস ২০০-২৫০ টি ডিম দিতে পারে?
-খাকী ক্যাম্বেল ও জিনডিং।
১০.হাঁসের মারাত্মক সংক্রমক রোগ কোনটি?
-প্লেগ রোগ।
১১.হাঁসের প্লেগ রোগের টিকার নাম কী?
-ডাক প্লেগ।
১২.মরুভূমির বাহন বলা হয় কাকে?
-উটকে।
১৩.সাগর গাভী নামে পরিচিত কোন প্রাণী?
-ডুগং।
১৪.সামুদ্রিক ম্যানাটিস কে সাধারনত কি বলা হয়?
-মৎস কুমারী।
১৫.প্লাটিপাস পাওয়া যায় কোথায়?
-দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায়।
১৬.অস্ট্রেলিয়ায় প্রাপ্ত ভালুকের মধ্যে এক প্রকার বৃক্ষচারী প্রাণী কী?
-কোয়েলা।
১৭.বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কী?
-নীল তিমি।
১৮.বিশ্বের উচ্চতম প্রাণীর নাম কী?
-জিরাফ।
১৯.বিশ্বের দীর্ঘজীবী প্রাণীর নাম কী?
-কচ্ছপ।
২০.বিশ্বের সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী কোনটি?
-নীল তিমি।
২১.কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে?
-বাদুড়।
২২.কোন মাছ ইলেকট্রনিক শক দেয়?
-ইল মাছ।
২৩.কোন পাখি কখনো বাসা তৈরি করে না?
-কোকিল।
২৪.সামুদ্রিক পাখি কোনটি?
-আলব্যাট্রোস।
২৫.বিশ্বের সর্ববৃহৎ পাখি কি?
-উট পাখি।
২৬.সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি?
-অ্যানাকোন্ডা।
২৭.বিশ্বের শ্রেষ্ঠ গোচারণ তৃণভূমি কোনটি?
-ক্যাম্পোস।
২৮.মাখন উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম?
-ভারত।
২৯.বিশ্বডিবিখ্যাত মেরিনো মেষ কোন দেশে খুব বেশি দেখা যায়?
-অস্ট্রেলিয়া।
৩০.বিশ্বের দ্রুততম সাপ কোনটি?
-আফ্রিকার কালো মাম্বা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]