Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4500
১.ইকোপার্ক কী?
-জীববৈচিত্র সংরক্ষণে প্রাণিকুলের অভয়ারণ্য গড়ে তোলা বোটানিক্যাল গার্ডেন এবং চিত্তবিনোদনের জন্য নির্মিত পার্ক হচ্ছে ইকোপার্ক।
২.বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?
-সীতাকুন্ড, চট্টগ্রাম।

একনজরে ইকোপার্ক
নাম – প্রতিষ্ঠা
সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, চট্টগ্রাম – ১৯৯৮
মাধবকুন্ড ইকোপার্ক, বড়লেখা, মৌলভিবাজার – ১৫ এপ্রিল ২০০১
মুরইছড়া ইকোপার্ক, বড়লেখা, মৌলভিবাজার – ১৫ এপ্রিল ২০০১
মধুটিলা ইকোপার্ক, শেরপুর – ১৯৯৯
বাশখালী ইকোপার্ক, চট্টগ্রাম – ২০০৩
মধুপুর ইকোপার্ক, টাঙ্গাইল – ২০০৫
কুয়াকাটা ইকোপার্ক – ২০০৫
বর্ষিজোড়া ইকোপার্ক – ২০০৬
টিলাগড় ইকোপার্ক, সিলেট – ২০০৬
ধানসিড়ি ইকোপার্ক, দিনাজপুর – ২০০৬
বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক – ২০০৭
জাফলং গ্রিন পার্ক – ২০০৮
রাজেশপুর ইকোপার্ক, কুমিল্লা – ২৪ আগস্ট ২০০৮
ইকোপার্ক, ঢাকা – ১ আগস্ট ২০১১
মিঠাপুকুর ইকোপার্ক, রংপুর – ২০১৪

বাংলাদেশের সাফারি পার্ক
১.সাফারি পার্ক কী?
-সাফারি পার্ক এক প্রকারের অভয়ারণ্য।
২.বাংলাদেশে প্রথম সাফারি পার্কের নাম কী?
-বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
৩.কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কবে উদ্বোধন করা হয়?
-১৯ জানুয়ারি ২০০১।
৪.বাংলাদেশের বৃহত্তম ও দ্বিতীয় সাফরি পার্কের নাম কী?
-বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।
৫.গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কবে উদ্বোধন করা হয়?
-৩১ অক্টোবর ২০১৩।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]