Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#4482
University Wits কী/ কারা?
Elizabethan period এর একদল Young dramatist and pamphleteers (ক্ষুদ্র পুস্তিকা রচয়িতা)
তারা Oxford এবং Cambridge এর scholar/Witty students ছিলেন।
তারা অনেক বিখ্যাত নাটক রচনা ও মঞ্চস্থ করার মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন।

বিখ্যাত হলেন University Wits (প্রায় ৭ জন):
Christopher Marlowe: (1564-1593)
তিনি শেক্সপিয়রের পূর্ববর্তী শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন। তাকে নিয়ে এ যুগের শুরুতেই আমরা বিস্তারিত আলোচনা করেছি।

Thomas Kyd:
তিনি এ দুটি University এর ছাত্র না হয়েও University Wits এর অন্তর্ভুক্ত ছিলেন।

Robert Greene: (1558-1592)
Friar Bacon তার বিখ্যাত comedy.

George Peele (পীল): (1556-1596)
The old Wife Tale
Famous Chronicle of king Edward (I)

Thomas Nashe: (1567-1601)
Summer’s Last Will and Testament তার বিখ্যাত নাটক।
তাকে The greatest of English Elizabethan pamphleteers বলা হয়।

John Lyly: (1567-1606)
King Midas এবং The Woman in the moon তার বিখ্যাত নাটক।
The Anatomy of wit তার শ্রেষ্ঠ গ্রন্থ।

Thomas Lodge: (1553-1606)
তিনি একজন Physician ছিলেন।
তিনি এলিজাবেথান ও জেকোবিয়ান যুগে লেখালেখি করেন।

Drama & Play (এর মধ্যে পার্থক্য)
Drama: before staged (মঞ্চস্থের আগে)
Play: after staged (মঞ্চস্থের পরে)
Play Wright means: dramatist

    শিংলাব বালিকা দাখিল মাদরাসা, ডাকঘর: কলাপাটুয়া, উপ[…]

    রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয়, গ্রাম: হলদিয়া, প[…]

    প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়, পোঃ ধানুয়া, […]

    উচ্চ বেতনে প্রাইভেট কোম্পানীর অফিসিয়াল কাজে সহযোগ[…]