Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4481
১.সর্বপ্রথম ডাকব্যবস্থার প্রচলন হয় কোথায়?
-মিশরে।
২.বিশ্বের প্রথম ডাকটিকিটের নাম কী?
-পেনি ব্ল্যাক।
৩.পেনি ব্ল্যাক ডাকটিকিটের জনক কে?
-স্যার রোল্যান্ড হিল, যুক্তরাজ্য।
৪.পেনি ব্ল্যাক ডাকটিকিট কবে কোথায় প্রকাশিত হয়?
-১ মে ১৮৪০, যুক্তরাজ্য।
৫.পেনি ব্ল্যাক ডাকটিকিট কবে দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়?
-৬ মে ১৮৪০ সালে।
৬.পেনি ব্ল্যাক এ কার ছবি ছিল?
-রানী ভিক্টোরিয়া।
৭.আরবদের অনুকরণে উপমহাদেশে ঘোড়ার ডাক প্রবর্তন করেন কে?
-কুতুবউদ্দিন আইবেক।
৮.উপমহাদেশে ঘোড়া ও মানুষের মাধ্যমে ডাক সার্ভিস প্রবর্তন করেন কে?
-সুলতান আলাউদ্দিন খলজী।
৯.কে কলকাতার জিপিও স্থাপন করেন?
-ওয়ারেন হেস্টিংস।
১০.উপমহাদেশে প্রথম এক পয়সা মূল্যের পোস্ট কার্ড চালু হয় কবে?
-১৮৭৯ সালে।
১১.উপমহাদেশে প্রথম ডাকটিকিট চালু হয় কবে?
-১ অক্টোবর ১৮৫৪ সালে।
১২.উপমহাদেশে রানার ডাকব্যবস্থার পরিবর্তে পুরোপুরি ঘোড়ার ডাক প্রবর্তন করেন কে?
-শেরশাহ।
১৩.উপমহাদেশে রেজিস্টার্ড ডাক চালু হয় কবে?
-১ আগস্ট ১৮৭৭।
১৪.উপমহাদেশে ভিপি ডাক চালু হয় করে?
-১ ডিসেম্বর ১৮৭৭।
১৫.উপমহাদেশে বীমাকৃত ডাক চালু হয় কবে?
-১ জানুয়ারি ১৮৭৮ সাল্।
১৬.উপমহাদেশে প্রথম পোস্ট কার্ড চালু হয় কবে?
-১৮৭৯ সালে।
১৭.উপমহাদেশের সকল পোস্ট অফিসে মনিঅর্ডার সার্ভিস চালু হয় কবে?
-১ জানুয়ারি ১৮৮০ সালে।
১৮.উপমহাদেশে টেলিগ্রাম সার্ভিস চালু হয় কবে?
-১৯০৯ সালে।
১৯.উপমহাদেশে ফ্রাঙ্কং মিটারের মাধ্যমে ডাক মাশুল প্রদান চালু হয় কবে?
-২৩ ফেব্রুয়ারি ১৯২০।
২০.ঢাকা-কলকাতার মধ্যে বিমান ডাক চালু হয় কবে?
-১ ডিসেম্বর ১৯৩৩।
২১.কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম লেখা থাকে না?
-গ্রেট ব্রিটেন।
২২.কোন দেশের ডাক টিকিটে নাম লেখা থাকে নিপ্পন?
-জাপান।
২৩.বিশ্ব ডাক দিবস কবে পালিত হয়?
-৯ অক্টোবর।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]