Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4421
ইজিয়ান সভ্যতা
১.ইজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
-ইজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চল নিয়ে।
২.ইজিয়ান সভ্যতার বিকাশ হয় কবে?
-খি.পূর্ব চার হাজার অব্দে।
৩.ইউরোপের মানুষ হিসেবে প্রথম ধাতু যুগে প্রবেশ করে কারা?
-পূর্ব বলকান অঞ্চলের মানুষেরা।
৪.ইজিয়ান সভ্যতার তথ্য পাওয়া যায় কোথায়?
-গ্রিক কবি হোমারের ইলিয়ড ও ওডেসি মহাকাব্য থেকে।
৫.ক্রিট দ্বীপে নসাস নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কে?
-স্যার আর্থার ইভান্স, ১৮৯৪ সালে।
৬.ইজয়ান সভ্যতার অন্তর্ভূক্ত প্রধান শহর কী কী?
-নসাস, মাইসেনিয়া, টিরিনস, ট্রয়, ক্রিট, মেডলস, রোডস প্রভৃতি।
৭.ইজয়ান সভ্যতার পতন ঘটে কবে?
-১২০০ খ্রিস্ট.পূর্বাব্দে।

হেলেনস্টিক সভ্যতা
১.হেলেনস্টিক সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
-মিশরের আলেকজান্দ্রিয়ায়।
২.হেলেনস্ট্রিক সভ্যতা উৎপত্তি ও বিকাশে প্রধান ভূমিকা পালন করেন কে?
-ম্যাসিডেনি অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেট।
৩.আলেকজান্ডারের রাজত্বকাল কত?
-খ্রিস্ট.পূর্ব ৩৩৬-৩২৩ সাল পর্যন্ত।
৪.আলেকজান্ডারের এশিয়া মাইনর ও মিশর দখল করেন কে?
-৩৩৩ খ্রিস্টপূর্বাব্দে।
৫.হেলেনিস্টিক সভ্যতার বিলুপ্তি ঘটে কবে?
-খ্রিস্টপূর্ব ৩১ অব্দে।

রোমান সভ্যতা
১.গ্রিসের সভ্যতা অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে উঠা সভ্যতা কি নামে পরিচিত?
-রোমীয় সভ্যতা।
২.রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কখন?
-কৃষিনির্ভর।
৩.রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন?
-৪৭৬ খ্রি.।
৪.জার্মান বর্বর জাতিগুলোর হাতে শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয়?
-খ্রি.পূর্ব ৭৫৩ অব্দে।
৫.সাতটি পর্বতের নগরী ও বলা হয় কোন শহরকে?
-রোম।
৬.কে রোম নগরীর প্রতিষ্ঠা করেন?
-লাতিন রাজা রোমিউলাস।
৭.কোন অব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ?
-খ্রিষ্টপূর্ব ৭৫৩-৫১০ অব্দ।
৮.রাজতন্ত্র যুগের সর্বশেষ সম্রাট কে ছিলেন?
-টারকিউনিয়াস সুপারকাস।
৯.অগাস্টাস কে ছিলেন?
-রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট।
১০.জুলিয়াস সিজারকে হত্যা করা হয় কোথায়?
-পাম্পে সুর্তীর পাদদেশে।
১১.জুলিয়াস সিজার কে ছিলেন?
-রোমান সম্রাট।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]