Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4415
১.বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার নির্মিত হয় কোথায়?
-লন্ডন, যুক্তরাজ্য।
২.বাংলাদেশের বাইরে সরকারি অর্থায়নে প্রথম শহিদ মিনার নির্মিত হয় কোথায়?
-টোকিও, জাপান।
৩.মধ্যপ্রাচ্যের কোন দেশে প্রথম শহিদ মিনার নির্মিত হয়?
-ওমান।
৪.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত অমর একুশে ও ভাষা অমরত এর স্থপতি কে?
-জাহানারা ইমাম।
৫.জাতীয় বিশ্ববিদ্যালয় এ নির্মিত স্মৃতির মিনার এর স্থপতি কে?
-হামিদুজ্জামান খান।

প্রথম শহিদ মিনার
১.৫২-এর ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রথম শহিদ মিনার নির্মাণ করা হয় কবে?
-২৩ ফেব্রুয়ারি ১৯৫২ সালে।
২.প্রথম তৈরি শহিদ মিনার কে উন্মোচন করেন?
-মাহবুবুর রহমান।
৩.প্রথম শহিদ মিনার পুলিশ ভেঙে দেয় কবে?
-২৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে।

কেন্দ্রীয় শহিদ মিনার
১.কেন্দ্রীয় শহিদ মিনার এর অবস্থান কোথায়?
-ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গন।
২.কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে?
-২১ ফেব্রুয়ারি ১৯৫৬।
৩.কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্বোধক কে?
-হাসিনা বেগম (শহিদ বরকতের মা)।
৪.কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
-হামিদুর রহমান।

অমর একুশে
১.অমর একুশে ভাস্কর্যটির অবস্থান কোথায়?
-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
২.অমর একুশের ভাস্কর কে?
-শিল্পী জাহানারা পারভীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]