Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4333
১.টেনিস খেলার জন্ম হয় কোথায়?
-ইংল্যান্ডে।
২.টেনিস কোন শব্দ হেতে এসছে?
-ফরাসি শব্দ টেনিজর থেকে।
৩.ফরাসি টেনিসের উদ্যোক্তা কে?
-ইংল্যান্ডের মেজর ওয়াল্টার ক্লোপটন উইংফিল্ড।
৪.গ্র্যান্ডস্লাম মোট কতটি?
-৪টি।
৫.মহিলা এককে সর্বাধিক উইম্বলডন শিরোপা কে জয় করেন?
-মার্টিনা নাভ্রাতিলোভা।
৬.উইম্বলডন টেনিসের প্রথম টুর্নামেন্ট কবে অনুষ্ঠিত হয়?
-১৮৭৭ সালে।
৭.আধুনিক টেনিসের উদ্যোক্তা কে?
-ইংল্যান্ডের মেজর ওয়াল্টার ক্লোপটন উইংফিল্ড।
৮.আধুনিক লন টেনিস ফেডারেশন গঠিত হয় কবে?
-১৯১৩ সালে।
৯.উইম্বলডন টেনিস গ্রাউন্ড কোথায় অবস্থিত?
-লন্ডনের চার্চ রোডে।
১০.উইলম্বডন টেনিসের প্রবর্তক কে?
-অল ইংল্যান্ড টেনিস চ্যাম্পিয়নশিপ।
১১.টেনিসে অংশগ্রহণকারী খেলোয়াড়ের পোশাকের রং কী?
-অফিসিয়ালি সাদা।
১২.নারী উইম্বলডন প্রতিযোগীতার অংশ নেন কবে?
-১৮৮৪ সালে।
১৩.উইম্বলডন টেনিসের প্রথম নারী বিজয়ীর নাম কী?
-মড ওয়াটসন।
১৪. উইম্বলডন টেনিসের প্রথম পুরুষ বিজয়ীর নাম কী?
-স্পেনসার গোর।
১৫.টেবিল টেনিসে খেলার টেবিলের মাপ কত?
-৯x৫ ফুট।
১৬.মাটি থেকে টেবিল টেনিস খেলার টেবিলের উচ্চতা কত?
-২ ১/২ ফুট।
১৭.বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগীতা শুরু হয় কবে?
-১৯২৬ সালে।
১৮.টেবিল টেনিস খেলার নেটের মাপ কত?
-৬ ফুটx ৬ ১/২ ইঞ্চি।
১৯.বিশ্বের টেবিল টেনিসের ট্রফির নাম কী?
-সোয়েথ লিং কাপ।
২০.জাতীয় টেবিল টেনিস প্রতিযোগীতা প্রথম অনুষ্ঠিত হয় কবে?
-১৯৭৫ সালে।

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]

    বাংলাদেশ প্রতিদিন-এর বরিশাল ব্যুরোর জন্য স্টাফ রিপ[…]

    জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদস[…]