Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4296
পুলিশের পদমর্যাদার ধারাক্রম
১.ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
২.এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
৩.ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
৪.এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
৫.সুপারিনটেনডেন্ট অব পুলিশ
৬.এডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ
৭.সিনিয়র এসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ
৮.এসিসট্যান্ট সুপারিটেনডেন্ট অব পুলিশ
৯.ইন্সপেক্টর
১০.সাব ইন্সপেক্টর
১১.সার্জেন্ট
১২.এসিস্ট্যান্ট অব ইন্সপ্যাক্টর
১৩.নায়েক
১৪.কনস্টেবল

১.বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ভিত্তিক গোয়েন্দা ইউনিটের নাম কী?
-পুলিশ ইন্টারনাল ওয়েবসাইট।
২.শিল্পাঞ্চল পুলিশ ইউনিট কবে গঠন করা হয়?
-১০ অক্টোবর ২০১০।
৩.পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার পদবি কী?
-আইজিপি।
৪.বাংলাদেশের প্রথম আইজিপি কে?
-আব্দুল খালেক।
৫.দেশে মোট কতটি থানা অছে?
-৭১৪টি।
৬.আয়তনে বৃহত্তম ও ক্ষুদ্রতম থানা কোনটি?
-শ্যামনগর ও কোতায়ালী।
৭.বাংলাদেশের রেলওয়ে থানা কতটি?
-২৪টি।
৮.বাংলাদেশের একমাত্র কোন উপজেলায় ৪টি থানা রয়েছে?
-চরফ্যাশন উপজেলায়।

একনজরে পুলিশ থানা
থানার ধরন – মোট থানা
জেলা পুলিশ থানা – ৫২৭টি
মেট্রোপলিটন পুলিশ থানা – ১১০ টি
হাইওয়ে পুলিশ থানা – ৩৬টি
রেলওয়ে পুলিশ থানা – ২৪টি
নৌ পুলিশ থানা – ১৭টি
মোট – ৭১৪টি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9 Views
    by bdchakriDesk
    0 Replies 
    963 Views
    by tamim
    0 Replies 
    793 Views
    by raja
    0 Replies 
    710 Views
    by mousumi
    0 Replies 
    1088 Views
    by kajol

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ০১.পদের নাম[…]

    ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারী বিধি মোতাবেক শ[…]

    বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীত[…]

    সরকারি বিধি অনুযায়ী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান […]