Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4247
১.দুর্ভিক্ষের উপর ‘ম্যাডোনা ৪৩’ ছবিটি কে এঁকেছেন?
-শিল্পাচার্য জয়নুল আবেদিন।
২.প্রখ্যাত তিন কন্যা ছবিটি কে এঁকেছেন?
-কামরুল হাসান।
৩.বাংলাদেশের অত্যন্ত খ্যাতীসম্পন্ন চিত্রশিল্পী কে?
-শিল্পাচার্য জয়নুল আবেদিন।
৪.বাংলাদেশের বিশ্ব বরেণ্য কয়েকজন চিত্রশিল্পীর নাম কি?
-শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, হাশেম খান, শাহাবুদ্দীন প্রমুখ।
৫.শিল্পাচার্য জয়নুল আবেদিন কোন ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন?
-দুর্ভিক্ষের ছবি।
৬.ইংরেজি ১৯৪৩ দুর্ভিক্ষটি বাংলা কত সনে?
-১৩৫০ সন।
৭.ম্যাডোনা-৪৩ চিত্রটি কোন পটভূমিতে অঙ্কন করা হয়?
-১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের পটভূমিতে।
৮.মনপুরা-৭০ কী?
-১২ নভেম্বর ১৯৭০ মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে তৈরি জয়নুল আবেদিনের চিত্রকর্ম।
৯.শিশু স্বর্গ কী?
-নড়াইলে অবস্থিত শিল্পী এস এম সুলতানের প্রতিষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিষ্ঠানের নাম।

নাটক-থিয়েটার
১.বাংলাদেশের গ্রুপ থিয়েটার ফেডারেশেন কবে গঠিত হয়?
-২৯ নভেম্বর ১৯৮১ সালে।
২.CAT এর পূর্ণরূপ কি?
-Centre for Asian Theatre.
৩.সেন্টার ফর এশিয়ান থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৯৪ সালে।
৪.ITI এর পূর্ণরূপ কী?
-International Theatre Institute.
৫.ITI প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৪৮ সালে।
৬.বেইলি রোডের বর্তমান নাম কী?
-নাটক সরণী।
৭.ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য কি?
-গীতিকা।
৮.জাতীয় নাট্যশালা ঢাকার কোথায়?
-বাংলাদেশের শিল্পকলা একাডেমি।
৯.শেকড় সন্ধানী নাট্যকার হিসেবে খ্যাত –
-সেলিম আল দীন।
১০.’কবর’ নাটকের প্রথম মঞ্চায়ন কোথায় ঘটে?
-জেলখানায়।

নৃত্য
১.বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী কে?
-বুলবুল চৌধুরী।
২.আন্তর্জাতিক নৃত্য দিবস কবে?
-২৯ এপ্রিল।

আঞ্চলিক বিভিন্ন নৃত্য
নৃত্য বা নাচ – অঞ্চল
জারি নৃত্য – ঢাকা ও ময়মনসিংহ
ঝুমুর নৃত্য -রংপুর ও রাজশাহী
ধুপ নৃত্য – খুলনা, ফরিদপুর ও যশোর
বল নৃত্য – যশোর
মণিপুরী নৃত্য – সিলেট ও মণিপুর
অবতার নাচ – ফরিদপুর
হুদমানাচ – রংপুর
লেটোনাচ – বর্ধমান-বীরভূম
পুতুল নাচ – মেদীনীপুর ও বর্ধমান
ডাকনাচ – মানিকগঞ্জ
ছৌ-নাচ – পশ্চিমবঙ্গ
ঘাটুনাচ – কিশোরগঞ্জ, নেত্রকোণা ও সিলেট
ভরতনাট্যম নৃত্য – ভারত
কথাকলি নৃত্য – দক্ষিণ ভারত
কত্থক নৃত্য – উত্তর ভারত, লক্ষ্ণণৌ, এবং জয়পুর
ওড়িশি নৃত্য – উড়িষ্যা (ভারত)
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]