Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4209
১.বাংলার প্রাচীন জনপদসমূহ কি কি?
=গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি, তাম্রলিপ্তি বা, চন্দ্রদ্বীপ, উত্তর, রাঢ়, দক্ষিণ রাঢ়, বাংলা বা বাঙালা, দন্ডভুক্তি, বিক্রমপুরম সপ্তগাঁও, কামরূপ, আরাকান, সূক্ষ্ম, প্রভৃতি।
২.সাতশতকের দিকে কে রাজা হয়ে মুর্শিদাবাদ হতে উৎকল পর্যন্ত এলাকাকে সংঘবদ্ধ করেন?
=শশাঙ্ক।
৩.শশাঙ্কের সংঘবদ্ধের পর বাংলা কোন তিনটি জনপদে পরিচিত ছিল?
=পুন্ড্রবর্ধন, গৌড়, ও বঙ্গ।
৪.বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
=আইন-ই-আকবরী।
৫.প্রাচীনকালে রাজশাহী কোন জনপদের আওতাভুক্ত ছিল?
=পুন্ড্র ও বরেন্দ্র উভয় জনপদে।
৬.বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
=দ্রাবিড়।
৭.প্রাচীন বাংলায় পুন্ড্র নামটি কিসের ছিল?
=জনপদের।
৮.বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
=অস্ট্রিক।
৯.চীনা পর্যটক হিউয়েন সাঙ সপ্তম শতকের মাঝামাঝি কোন জনপদটি ভ্রমণ করে একটি বিবরণী লিখেন?
=সমতট।
১০.মহাস্থানগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই এটা শনাক্তকরণ করেন?
=স্যার আলেকজান্ডার কানিংহাম।
১১.প্রাচীনকালে ‘গঙ্গারিডই’ নামে শক্তিশালী রাজ্যটি কোথায় অবস্থিত?
=অনুমান করা হয় গঙ্গা নদীর তীরে।
১২.কোন শাসক প্রাচীন জনপদগুলোকে একত্রিত করেন?
=রাজা শশাঙ্ক।
১৩.রাজা শশাঙ্কের শাসনামলের পরে ‘বঙ্গদেশ’ কয়টি জনপদে বিভক্ত ছিল?
=৩টি।
১৪.কোন শতকে বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়?
=ষষ্ঠ শতকে।
১৫.রাঢ় জনপদের লোকের প্রকৃতি ছিল কেমন?
=অত্যন্ত নিষ্ঠর ও রূঢ়।
১৬.কোটিবর্ষ কোথায়?
=দিনাজপুর জেলার ‘বাণগ্রাম’ নামক গ্রাম।
১৭.প্রাচীন কোন গ্রন্থে বাংলাদেশের নাম উল্লেখ পাওয়া যায়?
=ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকের শ্লোকে, মহাভারকে, পতঞ্জলির ভাষ্যে, ওভেদী, টলেমির লেখায়, কালিদাসের রঘুবংশে এবং আবুল ফজলের আইন-ই- আকবরী গ্রন্থে।
১৮.প্রাচীন রাঢ় জনপদ কোথায় অবস্থিত?
=বর্ধমান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]