Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#4171
১.মঙ্গলে পাঠানো যুক্তরাষ্ট্রের ‘মার-এ-স্পিরিট’ কবে অবতরণ করে?
=৩ জানুয়ারি ২০০৪ সালে।
২.মঙ্গলগ্রহের উপগ্রহ কয়টি?
=২টি।
৩.শীতল, প্রাণহীন, ধূ ধূ মরু হিসেবে বর্ননা করা হয় কোন গ্রহকে?
=মঙ্গল গ্রহকে।
৪.মঙ্গলের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি?
=অলিম্পাস মনস, ২৬ কিমি।
৫.কোন নভোযান সর্বপ্রথম মঙ্গলগ্রহে অবতরণ করেন?
=ভাইকিং-১।
৬.ভাইকিং-১ কোন দেশ মঙ্গলে পাঠায়?
=যুক্তরাষ্ট্র।
৭.পাথ ফাউন্ডার কবে মঙ্গলে অবতরণ করে?
=৪ জুলাই ১৯৯৭।
৮.কবে পাথ ফাউন্ডার মঙ্গলের উদ্দেশ্যে উৎক্ষেপিত হয়?
=৪ ডিসেম্বর ১৯৯৬।
৯.যুক্তরাষ্ট্রের পাঠানো মার-থি অপরচুনিটি কবে মঙ্গলে অবতরণ করে?
=২৫ জানুয়ারি ২০০৪।
১০.মঙ্গলে পাঠানো প্রথম নভোযানের নাম কি?
=Marsnik-1 ।
১১.ইউরোপিয়ান স্পেস এজেন্সি প্রথম কোন নভোযানটি মঙ্গলে পাঠায়?
=বিগল-২।
১২.কিউরিওসিটি কবে মঙ্গলে পাঠানো হয়?
=২৬ নভেম্বর ২০১১।

মঙ্গলে পাঠানো কয়েকটি মিশন
মিশনের নাম – দেশ/সংস্থা – মঙ্গলে অবতরণ
মার্স-২ – সোভিয়েত ইউনিয়ন – ২৭ নভেম্বর ১৯৭১
মার্স -৩ – সোভিয়েত ইউনিয়ন – ২ ডিসেম্বর ১৯৭১
মার্স -৬ – সোভিয়েত ইউনিয়ন – ১২ মার্চ ১৯৭৪
ভাইকিং-১ – যুক্তরাষ্ট্র – ২০ জুলাই ১৯৭৬
ভাইকিং-২ – যুক্তরাষ্ট্র – ৩ সেপ্টেম্বর ১৯৭৬
মার্স পাথফাইন্ডার ও সোজার্নার রোভার – যুক্তরাষ্ট্র – ৪ জুলাই ১৯৯৭
বিগল-২ – ইউরোপিয়ান স্পেস এজেন্সি – ২৫ ডিসেম্বর ২০০৩
স্পিরিটি – যুক্তরাষ্ট্র – ৩ জানুয়ারি ২০০৪
অপরচুনিটি – যুক্তরাষ্ট্র – ২৫ জানুয়ারি ২০০৪
ফিনিক্স – যুক্তরাষ্ট্র – ২৫ মে ২০০৮
কিউরিওসিটি রোভার – যুক্তরাষ্ট্র – ৬ আগস্ট ২০১২

    Central Counterparty Bangladesh Limited (CCBL) has[…]

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]