Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4060
১.চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
-নেপালের রাজগ্রন্থশালা থেকে
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম কাব্য বা কবিতা সংকলন চর্যাপদ।
২.মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
-ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা: মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র রায়গুণাকর।
৩.বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
-মিথিলার
ব্যাখ্যা: মিথিলার কবি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা।
৪.শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়ায়ি কি ধরনের চরিত্র?
-রাধাকৃষ্ণের প্রেমের দূতী
ব্যাখ্যা; ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন।
৫.লোকসাহিত্য কাকে বলে?
-লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে।
ব্যাখ্যা: লোকসাহিত্য বলতে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বোঝায়।
৬.বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
-উনিশ শতকে
৭.বাংলা ভাষায় সাময়িকপত্র কোনটি?
-দিকদর্শন
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিকদর্শন।
৮.ইয়ংবেঙ্গল কি?
-ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
৯.মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি?
-বেহুলা গীতাভিনয়
ব্যাখ্যা: বেহুলা গীতাভিনয় মীর মোশাররফ হোসেনের নাটক।
১০.দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
-বিয়ে পাগলা বুড়ো
১১.কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
-১৭৫৩ সালে
১২.রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি?
-ক্ষুধিত পাষাণ
১৩.বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
-মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম মীর মশাররফ হোসেন।
১৪.নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
-ধূমকেতু
ব্যাখ্যা: নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম ধূমকেতু।
১৫.জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
-কবিতার কথা
১৬.বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
-আরেক ফাল্গুন
ব্যাখ্যা: জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন।
১৭.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
-জাহান্নাম হইতে বিদায়
ব্যাখ্যা: শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়।
১৮.সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
-ফররুখ আহমদ
ব্যাখ্যা: সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির রচয়িতার নাম ফররুখ আহমদ।
১৯.শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
-ক্রীতদাসের হাসি
২০.’উপরোধ’ শব্দের অর্থ কি?
-অনুরোধ
ব্যাখ্যা: উপরোধ শব্দের অর্থ অনুরোধ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1068 Views
    by sajib
    0 Replies 
    754 Views
    by kajol
    0 Replies 
    315 Views
    by tasnima
    0 Replies 
    432 Views
    by mousumi
    0 Replies 
    265 Views
    by raihan

    পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী আবশ্যক (সরাসরি […]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এম.পি.ও […]

    আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর নিম্ন বর্ণিত শূণ্য পদে আ[…]

    সরকারি বিধি মোতাবেক গুলশান কমার্স কলেজে নিম্নবর্ণি[…]