Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#4009
১.ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
-কসমিক ইয়ার
ব্যাখ্যা: ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে কসমিক ইয়ার বলে।
২.রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
-ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ব্যাখ্যা: রেফ্রিজারেটরে হিমায়ক হিসেবে ফ্রেয়ন ব্যবহৃত হয়।
৩.এক গ্রাম পানির তাপমাত্রা ২০ ডিগ্রি হতে ৩০ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য কত তাপের প্রয়োজন?
-সঠিক উত্তর নেই।
৪.কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
-০.১ সেকেন্ড
ব্যাখ্যা: কোন শব্দ শোনার পরে ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে।
৫.স্টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি ধরনের চৌম্বক ব্যবহৃত হয়?
-স্থায়ী চৌম্বক
৬.টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
-৩টি।
৭.পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন হয় এবং তা কোন কোম্পানী তৈরি করে?
-এপসন, ১৯৮১
৮.চন্দ্রগামী রকেটের ডানার প্রয়োজন নেই কারণ –
-Space is airless
৯.বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
-কিলোওয়াট ঘন্টায়
ব্যাখ্যা: বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা।
১০.যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয় তাকে কি বলে?
-ট্রান্সফরমার
১১.কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
-ক্যালসিয়াম কার্বনেট
১২.রাবারের বৈশিষ্ট্য কোনটি?
-elasticity
১৩.পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
-সোডিয়াম
ব্যাখ্যা: পারমানবিক চুল্লিতে তরল ধাতু শীতলিকারক হিসেবে ব্যবহৃত হয়।
১৪.উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
-নাইট্রোজেনের
ব্যাখ্যা: নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিলের সৃষ্টিতে বাধা ঘটে।
১৫.চা পাতায় কোন ভিটামিন থাকে?
-ভিটামিন বি-কমপ্লেক্স
১৬.মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
-১৮ ইঞ্চি
১৭.ক্যান্সার রোগের কারণ কি?
-কোষের অস্বাভাবিক বৃদ্ধি
১৮.ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে?
-অগ্ন্যাশয় হতে।
ব্যাখ্যা: অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি।
১৯.জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কি?
-প্রাকৃতিক পরিবেশ
২০.সুষম খাদ্যের উপাদান কয়টি?
-৬টি
ব্যাখ্যা: সুষম খাদ্যের উপাদান ৬টি।
২১.কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?
-নিরক্ষরেখায়
ব্যাখ্যা: দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয় বার্ষিক গতির জন্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    205 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1301 Views
    by bdchakriDesk
    0 Replies 
    997 Views
    by sajib
    0 Replies 
    688 Views
    by kajol

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]