Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#3897
১.শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ –
-তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
ব্যাখ্যা: সাদা কাপড়ের তাপ শোষণ ও বিকিরণ করার ক্ষমতা কম। এজন্য শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে।
২.আকাশে বিজলী চমকায় –
-মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
৩.অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে ---
-পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
ব্যাখ্যা: ‘পোলারয়েড’ হল বিশেষভাবে তৈরি স্বচ্ছ মাধ্যম।
৪.যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে –
-১০৫ ডিবি
ব্যাখ্যা: বর্তমানে যান্ত্রিক সভ্যতার যুগে শব্দ দূষণ পরিবেশের মারাত্মক ক্ষতিকর। শব্দের তীক্ষ্ণতা ১০৫ ডিবির উপরে মানুষ বধির হয়ে যেতে পারে।
৫.কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ –
-বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
ব্যাখ্যা: বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের সমান হলে বস্তুটি তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে।
৬.পানিতে নৌকার বৈঠা বাকা দেখা যাওয়ার কারণ, আলোর –
-প্রতিসরণ
ব্যাখ্যা: আলোকরশ্নি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্চ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদতলে তির্যকভাবে আপতিত আলোকরশ্নির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে।
৭.রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তিরি হয়। এর প্রধান কারণ ---
-এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
৮.রিমোট সেন্সিং বা দূর অনুধাবণ বলতে বিশেষভাবে বুঝায়:
-উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমন্ডলের অবলোকন
৯.পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ –
-সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
১০.সাধারণত স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো ---
-সালফিউরিক এসিড
ব্যাখ্যা: স্টোরেজ ব্যাটারিতে অ্যানোড ও ক্যাথোড সালফিউরিক এসিডে ডুবানো থাকে।
১১.ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সাথে সাথে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সাথে এর মিল আছে?
-রকেট ইঞ্জিন
১২.ফিউশন প্রক্রিয়ায় ----
-একাধিক পরমাণূ যুক্ত করে নতুন পরমাণূ গঠন করে
১৩.প্রবল জোয়ারের কারণ এ সময় –
-চন্দ্র, সূর্য ও পৃথিবী এক সরল রেখায় থাকে
১৪.নিচের কোন উক্তিটি সঠিক?
-বায়ু একটি মিশ্র পদার্থ
ব্যাখ্যা: দুই বা ততোধিক পদার্থকে কোন অনুপাতে একত্রে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তালে তাকে মিশ্রণ বলা হয়।
১৫.যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় –
-নিয়ত বায়ু।
ব্যাখ্যা: যে বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর একই দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1309 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1055 Views
    by sajib
    0 Replies 
    740 Views
    by kajol

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]