Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3585
১০১.ভারতের সংবিধানের কোন ধারা মোতাবেক জন্মু ও কাশ্মিরকে বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছিল?
-৩৭০ ধারা
১০২.যে সংস্থাটির সদরদ্প্তর নেই –
-NAM
১০৩.’ইউনিটা’ গেরিলা সংস্থাটি কোন দেশের?
-এঙ্গোলা
১০৪.’ক্রেমলিন’ যে দেশের প্রেসিডেন্টের বাসভবন –
-রাশিয়া
১০৫.যুক্তরাজ্যের আইন সভার উচ্চকক্ষ ‘হাউজ অব লর্ডস’ এবং নিম্নকক্ষ ‘হাউজ অব কমন্স’ এর সদস্যসংখ্যা যথাক্রমে –
-৭৪০ এবং ৬৫০
১০৬.রাশিয়ার আইনসভার নাম –
-ফেডারেল অ্যাসেম্বলি
১০৭.ভারতের দুর্নীতি বিরোধী সমাজকর্মী আন্না হাজারে জন্মগ্রহণ করেন –
-মহারাষ্ট্রে
১০৮.বিশ্বের যে গণতান্ত্রিক দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের দিনটি স্থায়ীভাবে পূর্ব নির্ধারিত –
-যুক্তরাষ্ট্র
১০৯.’আল নাহদা’ স্কয়ার অবস্থিত –
-কায়রো, মিসর
১১০.’অরেঞ্জ বিপ্লব’ সংগঠিত হয় যে দেশে –
-ইউক্রেন
১১১.যে সংস্থাটির প্রধানের পদবি ‘হাইকমিশনার’ –
-আনসার
১১২.রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা প্রতিষ্ঠিত হয় –
-১৯৯৭ সালে
১১৩.ব্রিটেনের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কারের নাম –
-বুকার
১১৪.হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদী দুটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল –
-চৈনিক সভ্যতা
১১৫.বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রের মজুদ রয়েছে –
-রাশিয়া
১১৬.ফিফার নব নির্বাচিত প্রেসিডেন্ট –
-জিয়ান্নি ইনফান্তিনো
১১৭.গাদ্দাফি স্টেডিয়াম অবস্থিত –
-পাকিস্তান
১১৮.পন্ডিত উদয়শংকর ছিলেন –
-নৃত্যসম্রাট
১১৯.’মিনস্ক’ যে দেশটির রাজধানী –
-বেলারুশ
১২০.বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যথাক্রমে –
-২৮ টি ও ৯ টি
১২১. গাঙ্গেয় বদ্বীপ একটি –
-সঞ্চয়জাত সমভূমি
১২২.বাংলাবান্ধা স্থলবন্দরটি কোন নদীর তীরে অবস্থিত –
-মহানন্দা
১২৩.এশিয়া মাইনর বলা হয় কোন দেশটিকে?
-তুরস্ক
১২৪.বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়েছে –
-সিলেট
১২৫.বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্তি যে নদী –
-হালদা
১২৬.ভূ-মন্ডলের তাপমাত্রা বৃদ্ধি আবহাওয়া মন্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল হলো –
-কিয়োটো প্রটোকল
১২৭.কার্বন ডাই অক্সাইড গ্যাস নি:সরণে প্রথম দেশ –
-চীন
১২৮.পরিবেশ সম্পর্কিত একমাত্র আপিল আদালত অবস্থিত –
-ঢাকা
১২৯.আমাজন অঞ্চল কোথায়?
-দক্ষিণ আমেরিকা
১৩০.’লা-নিনো’র কারণে সংগঠিত হয় –
-বন্যা
১৩১.’বাহার’ একটি উন্নত জাতের –
-টমেটো
১৩২.পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে বলে –
-বিবর্তন
১৩৩.প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্য ফারমেন্টশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় –
-মিথেন
১৩৪.বঙ্গ অববাহিকার অধিকাংশ পড়েছে –
-বাংলাদেশে
১৩৫.সংকর ধাতু পিতলের উপাদান –
-তামা ও দস্তা
১৩৬.মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কীয় বিজ্ঞান –
-কসমোলজি
১৩৭.সূর্য কিরণ হতে ভিটামিন পাওয়া যায় –
-ভিটামিন-ডি
১৩৮.কাঁচের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না –
-তাপ
১৩৯.’পিসিকালচার’ হলো –
-মাছচাষ বিদ্যা
১৪০.প্রতি মিনিটে মানুষের হৃদপিন্ড স্পন্দিত হয় –
-৭০-৭২ বার
১৪১.চামড়া ট্যানিং করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
-খাবার লবণ
১৪২.সাবমেরিন থেকে সমুদ্রের ওপর জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয় –
-পেরিস্কোপ
১৪৩.হৃদপিন্ডের আকৃতি কেমন?
-ত্রিকোণাকার
১৪৪.সাধারণ অবস্থায় পেট্রোলিয়াম –
-তরল
১৪৫.মৌমাছি পালন বিদ্যা –
-এপিকালচার
১৪৬.ওয়াইম্যাক্স হলো –
-তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি
১৪৭.সামাজিক নেটওর্য়াকিং সাইট –
-টুইটার
১৪৮.কম্পিউটারের নেই –
-বুদ্ধি-বিবেচনা
১৪৯.ইন্টারনেট ছবি পাঠানোর জন্য যে প্রোগ্রাম ব্যবহার করতে হয় –
-জি-মেইল
১৫০.নেটওয়ার্কের একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয় তকে বলে –
-সার্ভার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5705 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1057 Views
    by sajib
    0 Replies 
    741 Views
    by kajol
    0 Replies 
    758 Views
    by tamim
    0 Replies 
    606 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]