Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3464
১৫১.একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগির সুবিধা হচ্ছে –
-স্থানের সাশ্রয়
১৫২.এন্টি-ভাইরাস সফটওয়্যার হচ্ছে –
-ইউটিলিটি সফটওয়্যার
১৫৩.এসএস এক্সেল এ সারির সংখ্যা –
-৬৫৫৩৬
১৫৪.কোনটি এন্টি ভাইরাস –
-এভিজি
১৫৫.আইসি প্রথম কোন জেনারেশন কম্পিউটারে ব্যবহৃত হয়?
-তৃতীয়
১৫৬.ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজন –
-ব্যান্ডউইথ, জায়গা, ঠিকানা সবগুলো
১৫৭.ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংস করাকে বলে –
-হ্যাকিং
১৫৮.প্রোাগ্রামিং ভাষা উদ্ভাবন করেন –
-সান মাইক্রোসিস্টেম
১৫৯.হাইপার লিংকের কাজ –
-এক টেক্সটের সাথে অন্য টেক্সটের সংযোগ
১৬০.দোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান –
-টেশিস
১৬১.জায়েদ মোবাইলে 5 মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য 1.50 টাকা এবং ভ্যাট 15% হলে, মোট কত টাকা বিল হবে?
-8.625 টাকা
১৬২.একটি গুণোত্তর ধারার প্রথম পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির পঞ্চম পদ কত?
-1/3
১৬৩.শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে ৮৫০ টাকার ৫ বছরের সুদাসলে কত হবে?
-১০২০ টাকা
১৬৪.পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ বছর হলে, পিতার বয়স কত?
-৪৪ বছর
১৬৫.উৎপাদকে বিশ্লেষণ কর: x²-(a+1/a) x+1
-(x-a) (x-1/a)
১৬৬.X+2y=7 এবং2x-3y=0 হলে, x ও y এর মান হবে -
-3 ও 2
১৬৭.দুইটি সংখ্যার লসাগু ২৪০ এবং গসাগু ২০ এদের একটি সংখ্যা ৭০ এর চেয়ে বড় হলে অপর সংখ্যাটি কত হবে?
-60
১৬৮.৩,৬,১১,১৮,২৭ ---- ধারাটির পরের সংখ্যাটি কত হবে?
-38
১৬৯.যদি (a-5) (a+x) = a²-25 হয় তবে x এর মান কত?
-5
১৭০.Y=x+3 এবং y=-x-3 হলে, x ও y এর মান কত?
-(-3,0)
১৭১.বৃত্তের কেন্দ্র থেকে পরিধি –
-সর্বদা সমদূরবর্তী
১৭২.সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি কত?
-৯০॰
১৭৩.কোন বৃত্তের একটি জ্যা AB অপর জ্যা CD অপেক্ষা কেন্দ্রের নিকটতর হলে –
-AB>CD
১৭৪.জাহিদ ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে, জাহিদ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?
-৪৯৫
১৭৫.200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিত, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করল। একজন পরীক্ষার্থীর দৈবভাবে নেওয়া হল। সে গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস করার সম্ভাবতা কত?
-3/20
১৭৬.প্রথম দিনে ১ টাকা, ২য় দিনে ২ টাকা ৩য় দিনে ৪ টাকা ৪র্থ দিনে ৮ টাকা এভাবে দান করলে ১৫ দিনে মোট কত টাকা দান করা হবে?
-৩২,৭৫৭
১৭৭.রফিক সাহেবের বয়স ২৮ বছর তার ৪ বছরের একটি ছেলে আছ্ কত বছর পর রফিক সাহেবের বয়স তার ছেলের বয়সের চারগুণ হবে?
-৪
১৭৮.Which word appears First in the dictionary?
-company
১৭৯.৭,১০,১৬,২৮,৫২---- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
-১০০
১৮০.এক ব্যাক্তি 5 মাইল পশ্চিমে 2 মাইল দক্ষিণে এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
-10.2 মাইল
১৮১.এক ব্যক্তি পশ্চিম দিকে ১ কিমি যাবার পর বাম দিকে ৯০॰ ঘুরল। ঘুরে ১ কিমি যাবার পর আবার বামে ৪৫॰ ঘুরল। লোকটির মুখ এখন কোন দিকে?
-উত্তর দিকে
১৮২.8=56, 7=42, 6=30, 5=20, 3=?
-১২
১৮৩.৫০ মিনিট আগে সময় ছিল ৪ ঘন্টা ৪৫ মি.। ৬ টা বাজতে এখন কত সময় বাকি আছে?
-২৫
১৮৪.২০০৯ সালের ২৮ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবরের কী বার ছিল?
-বৃহস্পতি
১৮৫.একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?
-জামাই
১৮৬.আয়নায় দেখা গেল ঘড়িতে ৯.৩০ মিনিট বাজে। তখন প্রকৃত পক্ষে সময় কত?
-২.৩০
১৮৭.Entetain: Friend: Kick:
-Striker
১৮৮.১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর মদ্যে এলোমেলো ভাবে নেয়া দুইটি সংখ্যার গুণফল বিজোড় হওয়ার সম্ভাবনা কতটা?
-২/৫
১৯০.এক ব্যাক্তি ৫ দিনে ১০০টি কলা খায়। প্রতিদিন সে আগের দিনের চেয়ে ৬টি করে কলা খায়। ১ম দিন সে কয়টি কলা খায়?
-৮
১৯১.সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি?
-আইনের শাসন
১৯২. ”ক্ষমতা মানুষকে দুর্নীতি গ্রস্থ করে চরম ক্ষমতা চরমভাবে দুর্ণীতিগ্রস্ত করে”। উক্তিটি কার –
-লর্ড অ্যাকটন
১৯৩.রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হলো –
-গণমাধ্যম
১৯৪.রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে গৃহযুদ্ধের সূচনা হয়েছে এমন একটি দেশের নাম –
-সিরিয়া
১৯৫.সুশাসন একটি –
-অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা
১৯৬.আইনের শাসনের প্রকৃত অভিভাবক ও রক্ষক হলো –
-জাতীয় সংসদ
১৯৭.১৯৬০ সালে যে দেশটির আর্থ সামাজিক অবস্থা বাংলাদেশে সমসাময়িক ছিল –
-সিঙ্গাপুর
১৯৮.সুশাসন অর্থে মৌলিক মানবাধিকার রক্ষা বোঝায় এমন একটি দেশের নাম –
-যুক্তরাষ্ট্র
১৯৯.একদক্ষ নেতাকে বলা হয় –
-জনগণের শাসক
২০০.জনগণের সাথে সরকারের দূরত্ব তৈরি হলে সুশাসন প্রতিষ্ঠা করা –
-কঠিন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5702 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1044 Views
    by sajib
    0 Replies 
    726 Views
    by kajol
    0 Replies 
    750 Views
    by tamim
    0 Replies 
    594 Views
    by raja

    সরকারি নিয়োগবিধি অনুসারে কাশিপুর আদর্শ বালিকা উচ্[…]

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠ[…]

    পার্ট টাইম/ফুল টাইম জব আর্কিটেকচারাল ও ইন্টের[…]